যে ১০টি আকর্ষণীয় সুবিধা উইন্ডোজ ১০ ছাড়া অন্য কোথাও পাবেন না

২৯-০৭-২০১৫ তারিখে আগত ইউন্ডোজ ১০ এর কথা কি শুনেছেন নাকি ব্যবহার করাও শুরু করে দিয়েছেন? আপনি যাই করেন না কেন, আমি এখন আপনাদের এমন কিছু সুবিধা দেখাতে যাচ্ছি যা শুধু মাত্র ইউন্ডোজ ১০ এ পাবেন এছাড়া আর কোথাও পাবেন না। উইন্ডোজ ১০ এমন একটি অপারেটিং সিস্টেম যেটি কিনা রিলিজ হওয়ার পূর্বেই রেকর্ড করে ফেলেছে। ইউন্ডোজ ১০ হল এ যাবত কালের সব চেয়ে অধিক দ্রুত গতির অপারেটিং সিস্টেম। শুধু মাত্র ইউন্ডোজ ১০ ইন্সটল বা আপডেট করলেই আপনি এমন কিছু সফটওয়্যারের কাজ দেখতে পাবেন, যেগুলো আপনাকে আর নতুন করে ইনস্টল করতে হবে না। কথা না বাড়িয়ে চলুন দেকে আসি যে ১০টি সুবিধা শুধু মাত্র ইউন্ডোজ ১০ ছাড়া অন্য কোথাও পাবেন নাঃ
১। ভার্চুয়াল বন্ধু 'Cortana' 
Cortana'র সাথে আপনি আপনের মনের কথাগুলো শেয়ার করতে পারবেন। তাকে যে কোন প্রশ্ন করতে পারবেন, তারসাথে গল্প করতে পারবেন। এমনকি আপনি যদি আপনের পিসির ব্লুটুথ তাকে অফ করে দিতে বলেন, সে সেটাও করে দিবে।

২। স্ন্যাপ উইন্ডো (সাইড বাই সাইড)

ব্রাউজারে যেমন বিভিন্ন ট্যাব খুলে বিভিন্ন কাজ করেন, তেমন ইউন্ডোজ ১০ এও সাইড বাই সাইড ডেস্কটপে বিভিন্ন কাজ করতে পারবেন। থাকছে ইচ্চামত কাস্টমাইজ করার সুবিধাও।

৩। স্টোরেজ স্পেস অ্যানালাইসিস
এতে থাকছে অনাকাংঙ্খিত থার্ডপার্টি সফটওয়্যারের কার্যক্রম বন্ধ করার সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি। এবার অল্প র‍্যামেই করতে পারবেন অনেক কাজ।

৪। মাল্টিপল ভার্চুয়াল ডেস্কটপ
উইন্ডোজ ১০ নিয়ে এসেছে ভার্চুয়াল ডেস্কটপ যার সাহায্যে আপনি কীবোর্ড থেকে Windows key+Tab প্রেস করে ইচ্ছামত ভার্চুয়াল ডেস্কটপ ইউন্ডো খুলে একই সাথে মাল্টিপল কাজ করার সুবিধা পাবেন।

৫। নটিফিকেশন বার
 যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাদেরকে নিশ্চয় নতুন করে আর বোঝাতে হবে না যে নটিফিকেশন বার কি! যাইহোক এই জনপ্রিয় ফিচারটি মাইক্রোসফট এবার ইউন্ডোজ ১০ এ সংযুক্ত করেছে। ফলে আপনি পাচ্ছেন লাইভ নটিফিকেশন যে কোন কিছুর।

৬। ডেডিকেটেড টু ট্যাবলেট মোড
আপনি চাইলেই আপনের পিসিকে ট্যাবলেটে রুপান্তর করতে পারেন। সেজন্য আছে ডেডিকেটেড টু ট্যাবলেট মোড ফিচার। এখন ডেস্কটপেই ফিল করুন ট্যাবলেটকে। মনে রাখবেন, এটা শুধু ইউন্ডোজ ১০ এ ই পাচ্ছেন।

৭। মাইক্রোসফট এড্‌জ ব্রাউজার
নতুন ইউন্ডোজ ১০ এ পাচ্ছেন নতুন ব্রাউজার মাইক্রোসফট এড্‌জ। আপনের ব্রাউজিং এক্সপেরিয়েন্সকে বৃদ্ধি করতে এতে আছে নানা ফিচার। স্ন্যাপ শর্টেই পাবেন ইডিটিং এর ছোয়া। আর কি লাগে তাই না?
৮। স্টার্ট মেনুতে কিংবা টাস্ক বারে রিসাইকেল বিন
 রিসাইকেল বিনকে পিসির বাম পাশের উপরের কর্নারে রাখতে রাখতে বিরক্ত হয়ে গেছেন? এখন চাইলেই তাকে সরিয়ে স্টার্ট মেনুতে কিংবা টাস্ক বারে রাখতে পারেন। মনে রাখবেন, এই সুবিধা কেবল মাত্র ইউন্ডোজ ১০ এ ই পাওয়া যাবে।

৯। উইন্ডোজে IOS এবং অ্যানড্রয়েড
কিছুক্ষন আগে তো ট্যাবলেট, ভার্চুয়াল মোড আর নটিফিকেশন বারের কথা বলেছিলাম। এবার আস্ত অ্যানড্রয়েড ও IOSকে তুলে নিয়ে আসতে পারবেন আপনের ইউন্ডোজ ১০ এ। কি মজা না? হ্যাঁ, একের ভিতর অনেক পেয়ে যাচ্ছেন।

১০। আল্ট্রা মডার্ন স্টার্ট মেনু
 উইন্ডোজ ৭ এ স্টার্টমেনুকে দেখেছেন লিস্ট ভিউ এ। আর ৮ এ দেখেছেন গ্রাফিক্যাল ভিউ এ। তবে উইন্ডোজ ১০ আপনাকে দিচ্ছে দুটোই একসাথে ব্যবহারের দারুন সুযোগ। সাথে থাকছে অসাম কাস্টমাইজেশন সুবিধা।

এছাড়াও আরো এত্তোগুলা সুবিধা আছে যা লিখতে লাগলে আমার কীবোর্ড এর ১২ টা বেজে যাবে। মোট কথা হল উইন্ডোজ ১০ যে একবার ব্যবহার করবেন সে আর জীবনেও অতীতের কোন ভার্শনে ফিরে যেতে চাইবেন না।
Share:

No comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Translate

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.