বিরক্তিকর কলারদের শায়েস্তা করুন বিনা পয়সায়

মোবাইল ব্যবহার করেছেন কিন্তু বিরক্তিকর কলারের খপ্পরে পড়েননি এমন ইউজার বাংলাদেশে খুবকমই আছেন। পরিচিত -অপরিচিত নানা বিরক্তিকর নাম্বারের যন্ত্রণায় অতিষ্ট আমরা। এরকম বিরক্তিকর কলারদের হাত থেকে বাচার জন্য বাধ্য হয়ে আমাদের বেছে নিতে হয় অপারেটর প্রদত্ত কল ব্লক সার্ভিসযা একটি নির্দিষ্ট সময় ও নাম্বারের জন্য নির্দিষ্ট পরিমান টাকা খরচ করে ক্রয় করতে হয়। কিন্তু এতসব ঝামেলার কি এতই প্রয়োজন বলুন? এমন একটি টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করবযা দিয়ে বিরক্তিকর কলারদের কেবল ব্লকই করতেপারবেন এমন নয়; শায়েস্তাও করতে পারবেন ইচ্ছামত। যেভাবে বিরক্তিকর কলারদের ব্লক ও শায়েস্তা করবেনঃ *. আপনার মোবাইলের Call অপশনে গিয়ে Call divert ওপেন করুন। *. তারপর Divert when busy/if busy তে গিয়ে Activate চাপুন। *. To other number চাপলে নাম্বার চাইবে। অপারেটর অনুসারে নিচের কোডগুলো বসিয়ে ওকে করুন। *. জিপি ইউজারের জন্যঃ ১২৬৬; রবি ইউজারের জন্যঃ ৮১২১; বাংলালিঙ্কএর জন্যঃ ৭৭০ এবং এয়ারটেলের জন্যঃ ৭৮৯। এখন যে কলারই আপনাকে কল করুক না কেন জাস্ট কলটা কেটে দিন আর দেখুন আপনার শত্রুর ছটফটানি। আপনি ভাবতেই পারবেন না, ইতোমধ্যে আপনার শত্রুর কলটি আপনার মোবাইলে রিসিভড হয়ে গেছে এবং তার ব্যালন্স কাটা শুরু হয়ে গেছে। ভয় নেই, আপনার টাকা কাটবে না। টেলিটক ও সিটিসেল গ্রাহকরা To other number এর পরিবর্তে To voice mail ওকে করে দেখতে পারেন। সার্ভিসটি ক্যান্সেল করতে চাইলে একই নিয়মে Divert whenbusy/ if busy তে গিয়ে Cancel করে দিন
Share:

No comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Translate

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.