-
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
পকেটে রাখলেই চার্জ হবে স্মার্টফোন
এবার পেনড্রাইভে/হার্ড ডিস্কে ইনস্টল করুন অ্যান্ড্রয়েড ললিপপ কিংবা কিটক্যাট এর আসল অপারেটিং সিস্টেম এবং উপভোগ করুন অ্যান্ড্রয়েড অ্যাপস কিংবা গেমস এর মজা পিসিতেই। সাথে এপিকে ফাইল ইনস্টল করার পদ্ধতি তো থাকছেই। (মেগা টিউন)
২. অন্তত 4 জিবির একটি
পেনড্রাইভ / Blank CD or DVD
৩. অ্যান্ড্রয়েড OS
৪. ফ্লাশাবল OS মেকার
সফটওয়ার
ভার্সন কিটক্যাট এবং ললিপপ
দুটোর ডাউনলোড লিঙ্ক আমি
দিয়ে দিবো আর ফ্ল্যাশার এর
লিঙ্ক ও নিচে দিয়ে দিচ্ছি। পিসি কিংবা পেনড্রাইভ কিন্তু আমি দিতে পারব না
(Name: android-
x86-5.0 alpha Version:
5.0.0 | Format: .iso | Size: 250
MB | 32 bit)
যেকোনো একটা ডাউনলোড
করে কোন এক ফোল্ডারে
রাখুন। তারপর Linux Live USB
Creator নামক ফ্ল্যাশার টি
ইন্সটল করুন। ইন্সটল করার পর ওপেন করুন। দেখবেন ফ্ল্যাশার
টি আপডেট চাইবে। Cancel করে
দিন।
তা কানেক্ট করুন পিসির সাথে।
ফ্ল্যাশারে দেখবেন অনেক স্টেপ
আছে। প্রথম স্টেপে লেখা
CHOOSE A USB KEY। ক্লিক
করুন আর সাথে সাথে আপনার কম্পিউটারে যতো ড্রাইভ আছে
সব দেখাবে। ওইখানে দেখানো
সব ড্রাইভ থেকে আপনার
Pendrive/DVD সিলেক্ট করুন।
সিলেক্ট করুন আর আপনার
ডাউনলোড করা OS টি সিলেক্ট
করে দিন। দেখবেন সিলেক্ট
করে ওকে দেয়ার সাথে সাথে
একটি গ্রিন কালারের লাইন কমপ্লিট হবে। প্রবলেম নেই।
স্ক্রিনশটে দেখানো মতো
Format THE KEY IN FAT32 তে
ক্লিক করে পঞ্চম স্টেপে যান।
বোল্টের আইকন আছে।
অনেকটা বিজলির মতো।
ক্লিক করুন। ব্যাস, আপনার
কাজ আপাতত শেষ!
বানানো হয়ে গেলে আপনাকে বলা
হবে YOUR DEVICE IS READY TO
F LASH। এইটা দেখালে আপনার
ইন্টারনেট এক্সপ্লোরারে
কিংবা গুগল ক্রোমে একটি পেইজ ওপেন হবে। ক্লোজ করে
দিন। আর LINUX LIVE USB
এপটাও ক্লোজ করে দিন।
এইবার আপনার পেনড্রাইভ
দিয়ে অ্যান্ড্রয়েড OS ফ্ল্যাশ
দেয়ার জন্য আপনি প্রস্তুত। এইবার কম্পিউটারে যা কাজ
আছে সব কিছু শেষ করে
কম্পিউটার অফ করুন।
Pendrive/DVD কানেক্ট করে
রাখবেন।
কম্পিউটার অন করলেই সাথে
সাথে বুট মেনুতে যাওয়ার জন্য
প্রত্যেক কম্পিউটারেই একটি
FN কী (Function Key) থাকে।
আমার কম্পিউটারে del ক্লিক করলেই বুট মেনু দেখায়। আপনার
কম্পিউটারের কোনটা ক্লিক
করলে বুট মেনু দেখায় সেটি
নিজেই খুঁজে নিন। বুট মেনুতে ডুকে First Boot Device এ গিয়ে Pendrive/DVD (পেনড্রাইভ ব্যবহার করলে Pendrive এবং ডিভিডি ব্যবহার করলে DVD) সিলেক্ট করুন এবং সেইভ করে পিসি রিস্টার্ট করুন।
1. Run Android without Flash
3. Debug Mode
4. Install Android To HardDisk
1. Pendrive
2. Hard Disk
প্যাটার্ন ভুলে গেছেন? দুইটা পদ্ধিতিতে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্যাটার্ন লক খুলে ফেলুন…?
তাহলে চলুন, শুরু করা যাক।
২। আপনার ফোনটি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে। আমি অফলাইনে এই পদ্ধতিটি ব্যবহারের চেষ্টা করে ব্যার্থ হয়েছি।
একটি সিকিউরিটি ট্রিকসঃ অনেক স্মার্টফোনেই ডিফল্ট ভাবে ইন্সট্যান্ট লক অ্যাকটিভ করা থাকেনা, একটি নির্দিষ্ট সময় সেট করা থাকে। অর্থাৎ, আপনি লক বাটন প্রেস করলেই আপনার স্মার্টফোনটি ইন্সট্যান্ট লক হবেনা। নির্ধারিত সময়ের মধ্যে আপনি লক বাটন প্রেস করলে আর আপনাকে লক কোড/প্যাটার্ন ব্যবহার করতে হবেনা। আপনি ইচ্ছে করলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ‘ইন্সট্যান্ট লক’ অ্যাকটিভ করে রাখতে পারেন। এই সেটিংসের জন্য যা করতে হবে,১। মেন্যুতে ট্যাপ করুন।
২। সেটিংসে ট্যাপ করুন।
৩। লোকেশন এবং সিকিউরিটি অথবা শুধু ‘সিকিউরিটি’ তে ট্যাপ করুন।
৪। সিকিউরিটি লক টাইমার এবং ইন্সট্যান্ট লক সেটিং প্রয়োজন মত নির্ধারণ করুন।
স্মার্টফোন ভেদে এই নির্দেশনা সামান্য ভিন্ন হতে পারে।
এই পদ্ধতিকে আমি অ্যাডভান্স লেভেল বলেলেও মূলত কাজ মোটামুটি সহজই। এই পদ্ধতি প্রয়োগ করার সময় আমার স্মার্টফোনটি রুটেড ছিল এবং “কাস্টম রিকভারীতে ছিল তবে রুটেড নয়” – এরকম স্মার্টফোনেও কাজ করবে বলে আশা করছি।
চলুন পদ্ধতিগুলো ধাপে ধাপে জেনে নেয়া যাকঃ
আশা করি, আজকের টিউটোরিয়ালটি অনেকের কাজেই আসবে। অ্যাডভান্স পদ্ধতিটির ক্ষেত্রে কিছুটা সাবধানে কাজ করবেন। আর আমি সবগুলো পদ্ধতিই নিজে প্র্যাকটিক্যাল করে দেখেছি তাই যদি কেউ সফল না হয়ে থাকেন তবে পদ্ধতিগুলো ভুল না ভেবে আবারো ধীরে সুস্থে চেষ্টা করুন। ভালো থাকুন সবাই।