• This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label টিউটোরিয়াল. Show all posts
Showing posts with label টিউটোরিয়াল. Show all posts

পিসির RAM রেমের কিছু সমস্যা ও তার সমাধান ।

পিসির RAM রেমের কিছু সমস্যা ও তার সমাধান ।


পিসি RAM এর কিছু সমস্যা সঙ্গে তার সমাধান । দেখুন আপনারও কাজে আসতে পারে ।


বন্ধুরা আশাকরি সবাই খুব ভাল আছেন আমিও আপনাদের দোয়াই খুব না হলেও মোট মোটি ভালই আছি । যাই হোক প্রতিদিন এর মতো আজকেও আপনার সাথে ছোট কিছু টিপস নিয়ে পোস্ট শেয়ার করছি আশাকরি আপনাদের পছন্দ হবে এবং অনেক কাজেও আসবে । আজকে আমি আপনাদের সাথে Ram এর কিছু সমস্যা এবং তার কারণ ও সমধান দেবার চেষ্টা করলাম । তাহলে আর দেরি করে লাভকি নীচে থেকে দেখে নিন সমস্যা গুলো কি এবং  সমাধান গুলো কি ।

1 // প্রশ্ন  ঃ আমি আমার কম্পিউটার এ ব্যবহার করা পুরনো Ram সাথে একটি নতুন চিপ লাগাছি কিন্তু সেটি স্ক্রীন এ দেখাছে  না এমন কি কোন এরর ম্যাসেজ ও দিছে না । এখুন কি করবো …


কারনঃ ১) Ram চিপ টি মনে হয় খারাপ আছে ।
২) Ram চিপ টির BUS স্পীড মাদার বোর্ড এবং প্রসেসর এর সাথে মিল খাছে না ।

সমধানঃ ১) প্রথমে আপনার কম্পিউটার এর ব্যবহার করা আগের পুরনো Ram  চিপটি খুলে এর BUS স্পীড জেনে নিন । সাধারন চিপ এর গায়ে আলাদা স্টিকারে 133MHz/100MHz ইত্যাদি লেখা থাকে । তখুন ব্যবহার করা চিপ্তির BUS স্পীড এর মতো BUS স্পীড এর Ram ব্যবহার করুন ।
২) মাঝে মাঝে বিভিন্ন করনে একটি নতুন Ram ও খারাপ থাকতে পারে । তাই চিপটি অন্য কোন কম্পিউটার চেক বা পরীক্ষা করে দেখুন কাজ হছে কি না । ধুল বালির ফলেও Ram  স্লটে ময়লা থাকতে পারে সেক্ষেত্রে Contact Cleaner  ব্যবহার করে দেখতে পারেন ।

2// প্রশ্ন  ঃ  নতুন কোন Ram লাগানোর পরেও সেটি পিসিতে শো করছে না ।

কারনঃ এটি মূলত তিনটি কারনে হতে পারেঃ
১) এই Ram এর BUS স্পীড বেশি যা আপনার মাদার বোর্ড সাপোর্ট করে না ।
২) ভুলভাবে চিপটি লাগানোর ফল স্বরূপ এটা হতে পারে ।
৩)বা Ram চিপ টি নষ্ট হয়েগেছে ।

সমধানঃ
১) মাদার বোর্ড এর ম্যানুয়াল দেখে নিশ্চিন্ত হয়েনিন কোন কোন স্পীড Ram  এটি সাপোর্ট করে । যদি সাপোর্ট না করে তবে মাদার বোর্ড ও Ram  থেকে একটি আপনাকে বদলাতে হবে । আর মাদার বোর্ড বদলানোর অরথ হল আগের Ram টিকে বাদ দিয়ে দেওয়া ।
২) Ram ভুলভাবে ইন্সটল করলে পিসির পাওয়ার বাটন দেয়া মাত্রই ‘বিপ’ করে একটি শব্দ করবে । যদি টা হয় তাহলে Ram টি খুলে নিয়ে ভাল ভাবে চেপে লাগান , তাছাড়া Ram শুধু চেপে নয় ক্লিপের দ্বারা লাগাতে হয় । বা অন্যান্য স্লটে Ram বসিয়ে পরীক্ষা করে দেখতে পারেন ।
৩) Ram এর স্পীড এর সাথে মিলে এমন মাদার বোর্ড Ram টি লাগিয়ে দেখতে পারেন । যদি এখানেও Ram টি না চলে তাহলে নিশ্চিন্ত হয়ে নিন যে Ram টি খারাপ । এখুন আপনার কাছে একটি মাত্র পথ যেখান থেকে Ram কিনেছেন সেখান থেকে পালটিয়ে নিন বা নতুন কিনে ব্যবহার করুন ।

3//  প্রশ্ন  ঃ একটি ফাইল বা কোন প্রোগ্রাম রান করতে গেলে Out of Memory এই ম্যাসেজ দেখাছে ।

কারনঃ
১) একই সময়ে একাধিক প্রোগ্রাম বা ডকুমেন্ট চালু থাকলে এই সমস্যা হতে পারেঃ
২) আপনি যে ফাইল টি ওপেন করতে যাচ্ছেন তার ধারন ক্ষমতার মতো Ram আপনার পিসিতে নেই ।
৩) যদি এই সমস্যা টি বিশেষ কোন সফটওয়্যার এর ক্ষেত্রে হয় তাহলে বুজতে হবে সেই সফটওয়্যার টিতে কোন সমস্যা আছে ।

সমধানঃ
১)একাধিক প্রোগ্রাম বা ডকুমেন্ট চালুন থেকলে যে প্রোগ্রাম গুলর দরকার নাই সেগুল বন্ধ করে দিন ।
২) যদি কোন সফটওয়্যার এর ফলে এটা হয় তবে সেই সফটওয়্যার টিকে রিমুভ বা আনইন্সটল করে আবার ইন্সটল করে দেখুন ।
৩) পিসি এর Ram এর পরিমান যদি কম হয় তবে অবিলম্বে বাড়িয়ে নিন । তাতে যেকোনো কাজ করতে পারবেন আগের চেয়ে দ্রুত গতিতে ।
৪) বিশেষ ক্ষেত্রে পিসি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন ।

4// প্রশ্ন  ঃ  CMOS Memory size mismatch ম্যাসেজ দেখাছে ।

কারনঃ
১) সিস্টেমে লাগানো মেমোরির সাথে সেটাআপে মেমোরির কোন মিল নাই ।
সমধানঃ
১) BIOS এ প্রবেশ করে সিস্টেম এর লাগানো মেমোরির সাথে সিমস সেটআপ মেমোরির মিল ঠিক করে দিতে হবে ।

5// প্রশ্নঃ  পিসি স্ক্রীন নীল হয়ে যাই এবং তার সাথে Fetal Exception ম্যাসেজ দেখাছে ।

কারনঃ মাদার বোর্ড এর BUS স্পীড এর সাথে Ram এর BUS স্পীড মিসম্যাচ হতে পারে ।
সমধানঃ সঠিক BUS স্পীড এর Ram লাগান ।

6// প্রশ্নঃ  Memory test terminated by key stroke  ম্যাসেজ দেখাছে  ।

সমধানঃ পিসি অন হবার সমায় তা মেমোরি পরীক্ষা করে দেখে । পিসি অন হবার সময় আপনি ভাল করে লক্ষ করুন তাহলে দেখাতে বা বুজতে পারবেন বিষয় টি । সেই সময় আপনার কীবোর্ড এর কোন কিতে প্রেস হয়েগেলে এই ম্যাসেজ আসতে পারে । এতে ভয় পাবার কিছুই নেই আপনি চুপ করে বসে থাকুন আপনাকে এই বিষয়ে কিছুই করতে হবে না ।

7// প্রশ্নঃ “ DECREASING AVAILABLE MEMORY “

কারনঃ ১) Ram Chip এর ত্রুটি থাকতে পারে ।
২) SIMM/DIMM solt (Memory Bank) এ ঠিক ভাবে বসানো না থাকতে পারে ।

সমধানঃ ১) Ram Chip  বা SIMM/DIMM খারাপ হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে । এই পরীক্ষা করার জন্য ভাল SIMM/DIMM চিপ কে ঐ সন্দেহজনক Ram Chip বা SIMM/DIMM এর যাইগাই বসিয়ে এবং পিসি অন করে মেমোরি টেস্টিংয়ের দ্বারা Ram খারাপ না ভাল তা দেখে নিতে হবে ।
২) অনেক সময় Ram Chip বা SIMM ভালো থাকেলও উপরের মতো ম্যাসেজ দিতে পারে । এক্ষেত্রে Ram Chip বা SIMM/DIMM সঠিক ভাবে Memory এ না বসানোর কারনে এরূপ হতে পারে । তাই Ram বা SIMM/DIMM  গুলো দরকার হলেই খুলে পরিস্কার করে আবার স্থাপন করার দ্বারা পরীক্ষা করা উচিত ।

8// Invalid Configuration , Please Run Setup Program ম্যাসেজ দেখাছে ।

কারনঃ কম্পিউটার এর প্রকৃতি কনফিগারেশন এর সাথে Ram এর সেটআপ কনফিগারেশন মিল খাইনি ।
সমধানঃ BIos এ প্রবেশ করে সিমস এর সেটআপ কনফিগারেশন  অনুযায়ী ঠিক করে দিন বা Load Bios Default দিয়ে Save করে রিবুট করুন ।

9//  Illegal Operation ম্যাসেজ আসছে ।

কারনঃ Ram এর BUS মিস ম্যাচ হলে এ ধরনের ম্যাসেজ দেখায় । যেমনঃ মাদার বোর্ড হয়তো ১০০ মেগাহার্টজ বাস স্পীড এর Ram সমর্থন করে অথচ আপনি লাগিয়েছেন ১৩৩  মেগাহার্টজ বাস স্পীড এর Ram ।
সমধানঃ সঠিক বাস স্পীড এর Ram ব্যবহার করুন ঠিক হবার কথা ।
Share:

Certificate Writing প্রত্যয়নপত্র লিখন

প্রত্যয় শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস বা আস্থা। কোন ব্যক্তি বা বিষয়ের ওপর নিরপেক্ষভাবে নিজের বিশ্বাস বা আস্থা প্রকাশ করা হয় প্রত্যয়নপত্রে। এখানে কোন আদেশ, সুপারিশ বা অনুরোধ থাকলে তা আর প্রত্যয়নপত্র হয় না। অথচ প্রায়ই দেখা যায়, 'প্রত্যয়ন পত্র প্রদান করা যাচ্ছে'- লিখে শুরু করে 'সুপারিশ করা হলো' লিখে শেষ হয়। এটা নিতান্তই অজ্ঞতা ছাড়া কিছুই নয়। যাকে বা যে বিষয়ের ওপর প্রত্যয়ন করা হবে প্রত্যয়নকারী যেন তার বা সে বিষয়ে অবগত আছেন। প্রত্যয়নপত্র অনেক বিষয়ের ওপর হতে পারে। যেমন- কোন ব্যক্তির চরিত্রের ওপর, অভিজ্ঞতার ওপর ইত্যাদি। মোটকথা প্রত্যয়নপত্র কি কি বিষয়ের ওপর হতে পারে তার কোনো সীমাবদ্ধতা নেই।



লক্ষ  করুন, একটি ভুল প্রত্যয়ন পত্র, যা অনেকেই সচরাচর লিখে থাকেঃ

এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করা যাচ্ছে যে, আনোয়ার হোসেন, পিতা- আব্দুর রহমান, মাতা- শামীমা পারভীন, ৮৭, সাউথ সেন্ট্রাল রোড, খুলনা। সে আমার পরিচিত। তাহার নৈতিক চরিত্র ভাল। সে রাষ্ট্র বা সমাজবিরোধী কোন কাজে জড়িত নয়। 

এখানে প্রথমে লেখা হয়েছে ‘এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করা যাচ্ছে’- আসল উদ্দেশ্য হচ্ছে প্রত্যয়ন করা। আর যে কাগজে লিখিতভাবে প্রত্যয়ন করা হচ্ছে সেটিই প্রত্যয়ন পত্র। এখানে উদ্দেশ্য যেহেতু প্রত্যয়ন করা তাই ‘প্রদান করা যাচ্ছে’ কথাটি শুধু বাহুল্যই নয় লেখাটি নিম্নমানের হওয়ার পেছনেও দায়ী। তাই 'পত্র প্রদান' কথাটি বাদ দিয়ে লিখতে হবে ’প্রত্যয়ন করা যাচ্ছে যে,’। এর পর দেখুন, আনোয়ার হোসেন থেকে শুরু করে খুলনা পর্যন্ত লিখে দাড়ি দেওয়া হয়েছে। এটা ভুল। কারণ এখানে ‘আনোয়ার হোসেন থেকে শুরু করে খুলনা’ পর্যন্ত কথাগুলো এক ব্যক্তি বা এই বাক্যের কর্তা। এখানে দাড়ি দেওয়া মানেই বাক্যে আকাঙ্ক্ষা বৈশিষ্ট্যের অভাব। দাড়ি সেখানেই হবে যেখানে বাক্য সম্পন্ন হয়েছে। তাই বাক্যটি এমন হওয়া উচিত ছিল- ‘‘এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, আনোয়ার হোসেন, পিতা- আব্দুর রহমান, মাতা- শামীমা পারভীন, ৮৭, সাউথ সেন্ট্রাল রোড, খুলনা আমার পরিচিত।’’ আরেকটু লক্ষ  করুন, লেখাটি শুরু করা হয়েছে চলিত রীতি দিয়ে। কিন্তু এক জায়গায় লেখা হয়েছে ‘তাহার’- যা সাধু রীতির ক্ষেত্রে  প্রয়োজ্য। তাই এটি ভুল। এখানে লিখতে  হবে ‘তার’। 

প্রত্যয়ন পত্র কত ধরণের হবে তার কোন সীমাবদ্ধতা নেই। তবে সচরাচর যে সকল প্রত্যয়নপত্র লেখা হয়, সেগুলো নিয়ে আলোচনা ও নমুনা উপস্থাপন করছি। 

চারিত্রিক সনদপত্রঃ 

(কোন ব্যক্তির চরিত্র নিয়ে প্রত্যয়নকারীর প্রত্যয় ব্যক্ত করা। )

যেমন- 
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, আনোয়ার হোসেন, পিতা- আব্দুর রহমান, মাতা- শামীমা পারভীন, ৮৭, সাউথ সেন্ট্রাল রোড, খুলনা আমার পরিচিত। তার নৈতিক চরিত্র ভাল। আমার জানামতে সে রাষ্ট্র বা সমাজবিরোধী কোন কাজে জড়িত নয়। 
    আমি তার জীবনেব সাফল্য কামনা করি। 

নাগরিকত্ব সনদপত্রঃ 

(কোন ব্যক্তির নাগরিকত্ব বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয় ব্যক্ত করা। )

যেমন- 
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, শফিকুল ইসলাম, পিতা- মিয়া হোসেন, মাতা- শামীমা পারভীন, গ্রাম- চরেরভিটা, ডাকঘর- তালদিঘী, উপজেলা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ এ ইউনিয়নের/এই পৌরসভার একজন স্থায়ী বাসিন্দা। সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। আমার জানামতে সে রাষ্ট্র বা সমাজবিরোধী কোন কাজে জড়িত নয়। 
    আমি তার জীবনেব সাফল্য কামনা করি। 
Share:

প্রতিটি অপারেটিং সিস্টেমের জন্য বুটেবল USB ড্রাইভ এবং এসডি কার্ড তৈরি করুন

বুট করার যোগ্য-USB-ড্রাইভ
আপনার পছন্দের অপারেটিং সিস্টেমের ইনস্টলেশন মিডিয়া নির্মাণের সহজ ব্যবহার করা হয়. শুধু একটি ISO ডাউনলোড করুন সিডি বা ডিভিডি তে বার্ন. এখন আমরা USB ড্রাইভ ব্যবহার করছেন, এবং প্রক্রিয়া প্রতিটি অপারেটিং সিস্টেমের জন্য একটু ভিন্ন.
আপনি শুধু ফাইল আপনার ইউএসবি ড্রাইভের মধ্যে সরাসরি একটি ISO ডিস্ক ইমেজ গঠন কপি করতে পারবেন না. USB ড্রাইভ এর ডাটা পার্টিশন এক জিনিস জন্য, বুট করার যোগ্য তৈরি করা প্রয়োজন. এই প্রক্রিয়া সাধারণত আপনার USB ড্রাইভ বা এসডি কার্ড নিশ্চিহ্ন করা হবে.
এই নিবন্ধটি যখন আগে লেখা হয়েছিল, কিন্তু আমরা উইন্ডোজ 10 আজ আপডেট করা এবং এটি পুনরায় প্রকাশ করছি.

প্রথম, নিশ্চিত আপনি একটি USB 3.0 ড্রাইভ ব্যবহার করছেন

মাত্র $ 15 জন্য, এটি একটি মহান আপগ্রেড
ইউএসবি 2.0 প্রায় চিরতরে হয়েছে, এবং সবকিছু এটা সমর্থন করে, কিন্তু এটা কুখ্যাতিপূর্ণভাবে ধীর. আপনি বন্ধ অনেক ভালো হবেন ইউএসবি 3.0 আপগ্রেড করে দাম নাটকীয়ভাবে কমে এসেছে থেকে, এবং গতি বৃদ্ধি পায় আপনি 10x গতি পেতে পারেন ... প্রচুর আছে.
আপনি একটি বুট ড্রাইভ তৈরি করছি যখন গতি সত্যিই গুরুত্বপূর্ণ.
সম্পাদকের নোট: আমরা ব্যবহার এই সিলিকন পাওয়ার ইউএসবি 3.0 ড্রাইভ কীভাবে গুরু এখানে, এবং একটি 32 গিগাবাইট সংস্করণের জন্য $ 15 বছর বয়সে, এটা আপগ্রেড ভাল মূল্য. যদি আপনি চান আপনি এমনকি 128 গিগাবাইট পর্যন্ত মাপ তা পেতে পারেন.
উপযুক্ততা সম্পর্কে চিন্তা করবেন না, এই দ্রুত ড্রাইভ একটি পুরানো ইউএসবি 2.0 সিস্টেমের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, আপনি শুধু গতি boosts পাবেন না. আপনার ডেস্কটপ কম্পিউটারের USB 3.0 সমর্থন করে না এবং যদি আপনি সর্বদাই সমর্থন যোগ করার জন্য এটি আপগ্রেড করতে পারেন .

একটি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 ISO 'র মধ্যেমাইক্রোসফট এর নিজস্ব ব্যবহারের উইন্ডোজ ইউএসবি / ডিভিডি ডাউনলোড টুল আপনার কাছ থেকে উইন্ডোজ ইনস্টল করতে পারেন একটি বুট করার যোগ্য ড্রাইভ তৈরি করতে.আপনি এই অ্যাপ্লিকেশনটি সঞ্চালন করার জন্য একটি উইন্ডোজ ইনস্টলার ISO ফাইল প্রয়োজন হবে. যদি কেউ না থাকে, আপনি যা করতে পারেন বিনামূল্যে জন্য উইন্ডোজ 10, 8, 7 অথবা ইনস্টলেশন মিডিয়া ডাউনলোড  - আপনি যদিও, তাদের ব্যবহার করার জন্য একটি বৈধ পণ্য কী করতে হবে.

আইএসও ফাইল এবং একটি USB ফ্ল্যাশ ড্রাইভ এবং একটি বুট করার যোগ্য ড্রাইভ তৈরি করবে হাতিয়ার প্রদান.
তৈরি করুন বুটেবল উইন্ডোজ-7-USB ড্রাইভ

লিনাক্স ISO 'র মধ্যে

উবুন্টু বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার উইন্ডোজ বুট করার যোগ্য লিনাক্স ইউএসবি ড্রাইভ তৈরি করার জন্য. এই সরঞ্জামের সাহায্যে অনেক ভিন্ন Linux ডিস্ট্রিবিউশন জন্য বুট করার যোগ্য ডিস্ক ইমেজ তৈরি করতে পারেন.UNetbootin আরেকটি জনপ্রিয় বিকল্প.
আপনি .ISO আকারে ব্যবহার করতে চান লিনাক্স ডিস্ট্রিবিউশন ডাউনলোড করুন. আপনার ডাউনলোড করা ISO ফাইল ব্রাউজ, আপনার পছন্দসই ডিস্ট্রিবিউশন নির্বাচন করুন, টুল চালান, এবং আপনি ব্যবহার করতে চান USB ড্রাইভ চয়ন. টুল বাকি কাজ হবে.
তৈরি করুন বুটেবল ইউএসবি ড্রাইভ-থেকে-লিনাক্স ISO
আপনি লিনাক্স অনুরূপ টুল ব্যবহার করতে পারেন. উদাহরণস্বরূপ, উবুন্টু বুট করার যোগ্য উবুন্টু ইউএসবি ড্রাইভ তৈরি করার জন্য একটি প্রারম্ভ ডিস্ক ক্রিয়েটর টুল রয়েছে. আপনি খুব যে ব্যবহার করতে পারেন যাতে UNetbootin এছাড়াও, লিনাক্স চালায়.
উবুন্টু-সূচনার-ডিস্ক-স্রষ্টা

একটি গান ফাইল থেকে

কয়েকটি অপারেটিং সিস্টেম প্রকল্পের একটি গান ফাইল পরিবর্তে একটি ISO ফাইলটি প্রদান. একটি গান ফাইল একটি USB ড্রাইভ সরাসরি লিখিত করা প্রয়োজন যে একটি কাঁচা ডিস্ক ইমেজ.
ব্যবহার করুন Win32 ডিস্ক imager একটি USB ড্রাইভ বা এসডি কার্ড থেকে একটি গান ফাইলটি লিখতে. একটি ডাউনলোড করা গান ফাইল প্রদান এবং টুল তার বর্তমান বিষয়বস্তু মুছে, আপনার ড্রাইভ সরাসরি তা লিখে রাখব. এছাড়াও আপনি USB ড্রাইভ এবং এসডি কার্ড থেকে গান ফাইল তৈরি করার জন্য এই টুলটি ব্যবহার করতে পারেন.
লিখতে চিত্র ফাইল টু USB-ড্রাইভ-বা-এসডি কার্ড অন উইন্ডোজ
লিনাক্স ব্যবহারকারীদের সরাসরি একটি অপসারণযোগ্য মিডিয়া আপনার ডিভাইসে একটি গান ফাইলের বিষয়বস্তু লিখতে dd কমান্ডের ব্যবহার করতে পারেন. অপসারণযোগ্য মিডিয়া ঢুকিয়ে উবুন্টু নিম্নলিখিত কমান্ড ব্যবহার করুন:
উবুন্টু ডিডি যদি = / হোম / ব্যবহারকারী / এর file.img = / dev / SDX BS = 1 মিঃ
আপনার USB বা এসডি কার্ড ডিভাইস পাথ আপনার ফাইল সিস্টেম ও / dev / SDX উপর গান ফাইল পাথ /home/user/file.img প্রতিস্থাপন করুন. আপনি আপনার অপারেটিং সিস্টেম ড্রাইভ এবং এটা দুর্নীতিগ্রস্ত ইমেজ বিষয়বস্তু লিখে দেব, আপনি যদি এর পরিবর্তে আপনার সিস্টেম ড্রাইভ পাথ উল্লেখ করে - এখানে সঠিক ডিস্ক সুনির্দিষ্ট পাথ উল্লেখ করা খুব সতর্কতা অবলম্বন করা আবশ্যক
লিখতে চিত্র ফাইল টু USB-ড্রাইভ-সঙ্গে-DD অন লিনাক্স

একটি উইন্ডোজ 8 বা 8.1 পণ্য কি থেকে

সম্পর্কিত নিবন্ধ
কিভাবে একটি ক্লিন একটি উইন্ডোজ 8 কী সঙ্গে উইন্ডোজ 8.1 এর ইনস্টল সঞ্চালন করতে ব্যবহৃত হয়
উইন্ডোজ 8.1 সব উইন্ডোজ 8 ব্যবহারকারীদের জন্য একটি বিনামূল্যে আপগ্রেড, কিন্তু আপনি সাধারণতঃ একটি ... উইন্ডোজ 8.1 ইনস্টল করা যাবে না[READ ধারা]
আপনি একটি উইন্ডোজ 8 বা উইন্ডোজ 8.1 পণ্য কী থাকে, তাহলে আপনি মাইক্রোসফট থেকে সরাসরি ইনস্টলেশন মিডিয়া ডাউনলোড করুন আচমকা একটি USB ড্রাইভ তৈরি করতে পারেন. থেকে উপযুক্ত টুল ডাউনলোড শুধুমাত্র একটি পণ্য কি সহযোগে আপগ্রেড উইন্ডোজ পাতা. , এটি চালানোর জন্য আপনার পণ্য কী প্রদান, এবং আপনি একটি বুটেবল USB ড্রাইভ তৈরি করতে চান উইজার্ড বলুন.
উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 8.1 বিভিন্ন পণ্য কী আছে উল্লেখ্য, তাই আপনার ইনস্টল করতে চান তাহলে আপনি হুপ্স মাধ্যমে তিড়িং লাফ করতে হবে একটি উইন্ডোজ 8 পণ্য কী উইন্ডোজ 8.1 . আপনি শুধু উইন্ডোজ 8 ইনস্টল এবং করতে পারেনউইন্ডোজ 8 মধ্যে থেকে উইন্ডোজ 8.1 আপগ্রেড - যে মাইক্রোসফট এর আনুষ্ঠানিকভাবে সমর্থিত পদ্ধতি.
তৈরি করুন উইন্ডোজ-8-USB-ফ্ল্যাশ-ড্রাইভ-বা-ISO ফাইল

একটি উইন্ডোজ 8, 8.1, বা 10 ISO 'র মধ্যে

আপনি ইতিমধ্যে একটি উইন্ডোজ 8, 8.1, বা 10 ISO ফাইলটি আছে এবং আপনি কিছু redownloading ছাড়া ইনস্টলেশন মিডিয়া তৈরি করতে চান, আপনি আসলে এই জন্য উইন্ডোজ 7 ইউএসবি / ডিভিডি ডাউনলোড টুল ব্যবহার করতে পারেন.
অনুরোধ করা হলে শুধু উইন্ডোজ ISO ফাইলটি প্রদান. আপনি উপযুক্ত ISO ফাইলটি সরবরাহ করে থাকে টুল সুখে উইন্ডোজ ইনস্টলেশন মিডিয়া তৈরি করবে.
তৈরি করুন বুটেবল ইউএসবি ড্রাইভ থেকে উইন্ডোজ-8-বা-8.1-ISO ফাইল

ডস সঙ্গে

সম্পর্কিত নিবন্ধ
কিভাবে ড্রাইভ বুট করার যোগ্য একটি ডস ইউএসবি তৈরি করুন
ডস ব্যাপকভাবে আর ব্যবহার করা হয় না, কিন্তু বায়োস আপডেট, ফার্মওয়্যার আপডেট জন্য উত্পাদক দ্বারা লিখিত নির্দেশাবলীর পড়া থেকে ... আপনি যদি জানি না [আর্টিকেল পড়তে]
আপনি এখনও কোনো কারণে ডস প্রয়োজন যে একটি নিম্ন স্তরের ফার্মওয়্যার আপগ্রেড, BIOS আপডেট, বা সিস্টেম টুল ব্যবহার করার জন্য ডস বুট করার প্রয়োজন হলে, আপনি ব্যবহার করতে পারেন Rufus টুল একটি বুট করার যোগ্য ডস USB ড্রাইভ তৈরি .
Rufus FreeDOS, আপনি ব্যবহার করতে হবে যাই হোক না কেন ডস প্রোগ্রাম চালানো উচিত ডস একটি ওপেন সোর্স প্রয়োগ করে.
তৈরি করুন বুটেবল-ডস কর্তৃক USB ড্রাইভ

Mac OS X এর ইনস্টলেশন ফাইল থেকে

সম্পর্কিত নিবন্ধ
কিভাবে, আপনার Mac OS X এর পুনরায় ইনস্টল করুন আপনার ড্রাইভ মুছা, এবং ইউএসবি ইনস্টলেশন মিডিয়া তৈরি করুন
Macs- এর স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করুন তাদের অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করতে পারেন. এই প্রক্রিয়া সাধারণত আপনার ব্যক্তিগত ফাইল রাখে, কিন্তু আপনি বেছে নিতে পারেন ...[READ ধারা]
আপনি করতে পারেন এটি ম্যাক OS X এর সাথে একটি বুট করার যোগ্য ড্রাইভ তৈরি ম্যাক অ্যাপ স্টোর থেকে OS X এর সর্বশেষ সংস্করণ ডাউনলোড করে. অ্যাপল এর টার্মিনালে বা তৃতীয় পক্ষের চালানো DiskMaker এক্স টুল দ্বারা "createinstallmedia" টুল অন্তর্ভুক্ত ব্যবহার করুন.
Mac OS X এর ড্রাইভ অন্যান্য Macs- এর উপর OS X এর ইনস্টল বা কোন দীর্ঘ জনপ্রিয়তা ছাড়া সর্বশেষ সংস্করণে তাদের আপগ্রেড করার জন্য ব্যবহার করা যেতে পারে.
তৈরি করুন ম্যাক অপারেটিং সিস্টেম-এক্স-ইনস্টলেশন-USB ড্রাইভ-সঙ্গে-diskmaker-এক্স

Mac এর জন্য একটি উইন্ডোজ ISO 'র মধ্যে

সম্পর্কিত নিবন্ধ
একটি ম্যাক সঙ্গে বুট ক্যাম্প উইন্ডোজ ইনস্টল করার জন্য কিভাবে
অনেক বছর আগে ইনটেলের পাওয়ারপিসি থেকে সুইচ ধন্যবাদ, একটি ম্যাক শুধু আরেকটি পিসি. Macs- এর সঙ্গে আসে ...[READ ধারা]
আপনি করতে ইচ্ছুক থাকেন তাহলে বুট ক্যাম্প মাধ্যমে একটি ম্যাক উইন্ডোজ ইনস্টল করার , সাধারণ নিয়মেই একটি বুটেবল USB ড্রাইভ তৈরি মাথা ঘামান না. জিনিস সেট আপ শুরু করার জন্য আপনার ম্যাক এর বুট ক্যাম্প টুল ব্যবহার করুন এবং এটা ইন্টিগ্রেটেড অ্যাপল এর ড্রাইভার এবং বুট ক্যাম্প ইউটিলিটি সঙ্গে একটি বুট করার যোগ্য উইন্ডোজ ইনস্টলেশন ড্রাইভ তৈরি করতে পারবেন হবে.
আপনি একাধিক Macs- এর উপর উইন্ডোজ ইনস্টল করার জন্য এই ড্রাইভ ব্যবহার করতে পারেন, কিন্তু অ অ্যাপল পিসি উইন্ডোজ ইনস্টল করার জন্য এটি ব্যবহার করবেন না.
তৈরি করুন বুটেবল ইউএসবি ড্রাইভ-জন্য-উইন্ডোজ অন ম্যাক

এই সরঞ্জামের কিছু ওভারল্যাপ - উদাহরণস্বরূপ, Rufus লিনাক্স ISO গুলি, গান ফাইল, এবং এমনকি উইন্ডোজ আইএসও ফাইল থেকে বুট করার যোগ্য ড্রাইভ তৈরি করতে ব্যবহার করা যেতে পারে. আমরা এখানে প্রতিটি কর্ম জন্য সবচেয়ে জনপ্রিয়, ব্যাপকভাবে প্রস্তাবিত সরঞ্জাম প্রস্তাব.
Share:

How to Set Up and Configure User Accounts on Windows 10

Windows 8 introduced Microsoft accounts, which are essentially roaming accounts that allow you to sync settings and files from computer to computer. Today we want to discuss what Windows 10 brings to user account management, and the options available to you.
In the old PC settings on Windows 8.1, you were limited to three options, but in Windows 10, those options have been expanded to five and things have been rounded out quite a bit.
To access the Accounts settings, you first need to open the Settings and click or tap “Accounts”.
In the Accounts group, the top-most option is “Your account”, which lets you among other things, manage your Microsoft account, change your profile picture, and more.
Managing your Microsoft account must be done online. You cannot do so locally (though you can still have a local account, which we’ll explain shortly).
A Microsoft account allows you to sync your settings and basically roam from computer to computer. Your apps, profile picture, color choices, and more are uploaded to the cloud so wherever you log into next, it appears as you left it on the previous device. This obviously shares a lot of information with Microsoft and it may very well be a bit overkill for some users.
Luckily, if you simply want to maintain an account locally, you can still do that. Simply click the link “Sign in with local account instead” to create one.
You won’t need an email account or phone number or anything else, you’ll simply be prompted for a user name and password. To actually switch to the local account, you will have to sign out of your Microsoft account, so make sure you save anything you might have been working on before you do that.
Beyond being able to create a local account on the “Your account” page, you can create a new profile picture if you have a camera attached.
Finally, if you want to add more Microsoft accounts, or a work or school account, then you can do so using the links found at the bottom of the “Your account” page.
We’ll briefly cover the basics of adding work or school accounts, but in the meantime we’re going to take a look at Windows 10’s sign-in options.

Sign-In Options

The sign-in options will let you define whether you’re required to sign in again when the PC wakes from sleep mode or not at all. This is also the place where you can change your account password, which is very good to know.
You can make your life a bit easier when signing into your Windows 10 computer by adding a PIN but this method is inherently less secure so we urge caution when enlisting this method.
You can add a picture password, which means that you can use a favorite photo and assign a series of swipes, circles, and other gestures, which will then act as your password. This final method works a lot better if you’re using a touchscreen.
Finally, if your computer comes with a fingerprint or card reader, you may see sign-in options for those as well.

Work Access

The “Work access” option probably isn’t something most users are going to use, but we’ll cover it briefly just so you’re aware of it.
This option lets you connect to a computer at work or school so you can access its resources like apps, network, and email.
You will need to provide your work or school account credentials to get started.
To use this option, you’re likely going to need assistance from your tech support representative at your work or school, and as such, they will be able to explain it more thoroughly and tell you exactly what needs to be done.

Family & Other Users

Want to quickly add family members and other users to your computer? The “Family & other users” settings is where you can do that.
Note, if you have children and you want to allow them to use the computer, you can add them here and assign them a child’s account, which can then be monitored by Microsoft Family Safety. Doing so will let you make sure your kids only view appropriate websites, observe curfews and time limits, and use games and apps that you’ve explicitly allowed.
You can also add other users who aren’t family members to your PC. They will then be able to sign in as needed with their own accounts, which means you won’t have to share an account with them.
Finally, there is the assigned access option. With this option, you can restrict an account so it only has access to a single Windows Store app. Think of this as a sort of kiosk mode. To sign out of the assigned access account, you will need to press “Ctrl + Alt + Del”.
Assigned access is probably most useful if you want to limit a child to a game or educational program or in such a case where you might want to force users to use a single app, such as restaurants where you order using a menu app on a tablet, or perhaps to let people fill out a survey. In cases such as this, assigned access would be ideal.

Sync Your Settings

Finally, there’s the “Sync your settings” option, which we’ve covered previously so we won’t spend a great deal of time on it.
Syncing your settings goes hand-in-hand with using a Microsoft account and you can either completely disable syncing, or toggle off its various options one by one.
While the new user account settings in Windows 10 aren’t too terribly different from Windows 8.1, there are enough changes therein that merit a closer examination. You still have the option between a Microsoft account or local one, and there are still three sign-in options, but it’s safe to say new users who skipped Windows 8 will want to bring themselves up to speed as soon as possible.
Share:

কম্পিউটার এর কিছু পরিচিত এবং জানা অজানা সমস্যা যেভাবে সমাধান করবেন নিজে নিজেই (মেগা টিউন)

আপনি এক যুগের পুরনো পিসি ব্যবহার করেন কিংবা নিজস্ব কাস্টোম বিল্ট পিসি ব্যবহার করেন, কিংবা অন্য যেকোনো ধরনের পিসি ব্যবহার করেন না কেনো, পিসির ট্রাবলশুটিং হলো আপনার প্রাত্যহিক কমপিউটিং জীবনেরই একটা অংশ। আর তাই টিউনারপেজের এ লেখাটি উপস্থাপন করা হয়েছে পিসির সাধারণ সমস্যা যেভাবে নিজেই সমাধান করতে পারবেন, তার ওপর ভিত্তি করে।
বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী সাধারণ পিসি ব্যবহারকারীরা যে ধরনের সমস্যায় পড়ে থাকেন, সেসব সমস্যার মধ্য থেকে অন্যতম ১০টি সমস্যার সামাধান ব্যবহারকারী নিজেরাই করতে পারবেন। এগুলোই তুলে ধরা হয়েছে এ লেখায়।
প্রথমে যা চেষ্টা করতে হবে
পিসির ট্রাবলশুটিংয়ের যেকোনো কাজ শুরু করার আগে প্রথমে যে কাজটি করতে হবে তাহলো পিসি রিস্টার্ট করা, যা হয়তো আমরা অনেক সময় বিবেচনায় আনি না। এ প্রসঙ্গে বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানের টেকনিক্যাল সাপোর্ট বিশেষজ্ঞ ম্যাথিও প্যাটরি বলেন, বেশিরভাগ কমপিউটার ব্যবহারকারী সাধারণ সাদামাটা কৌশল প্রয়োগ করে তার পিসির সমস্যা সমাধান করতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দিস লং-স্ট্যান্ডিং ম্যাক্সিম ক্যান ওয়ার্ক ওয়ান্ডার’।
অপারেটিং সিস্টেমের আপডেটের জন্য নিয়মিতভাবে সিস্টেম চেক করা এক গুরুত্বপূর্ণ কাজ। কেননা এ কাজটি করতে ভুলে গেলে পিসির পারফরম্যান্সে বেশ ক্ষতি হতে পারে। পিসি ব্যবহারকারীদের উচিত কাজ করার সময় অপারেটিং সিস্টেম যাতে পুরোপুরি আপডেট থাকে, তা নিশ্চিত করা। এজন্য উইন্ডোজ আপডেট রান করানো উচিত। আপডেটের ব্যাপারে অবহেলা বা অসতর্ক থাকার কারণে আপনি বঞ্চিত হতে পারেন গুরুত্বপূর্ণ বাগ এবং পারফরম্যান্স ফিক্স থেকে।
যদি আপনার সমস্যাটি পেরিফেরাল সংশ্লিষ্ট হয়ে থাকে, তাহলে সমাধানের জন্য পেরিফেরালের সুইচ অন-অফ করে দেখতে পারেন। যদি এতে কাজ না হয়, তাহলে সংশ্লিষ্ট ডিভাইসকে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করুন। এতেও যদি কাজ না হয়, তাহলে শেষ প্রচেষ্টা হলো সর্বশেষ ভার্সনের ড্রাইভার ডাউনলোড করে রিইনস্টল করুন।
কমপিউটার ধীরে কাজ করে
ধীরগতির কমপিউটার ফিক্স করার প্রথম পদক্ষেপ হলো মেশিন ভেরিফাই করে দেখা যে সমস্যার প্রকৃত উৎস কোথায়? ভিডিও সেকেলে হয়ে গেলে এবং ওয়েবসাইট লোড হতে প্রচুর সময় নিলে ধরে নিতে পারেন সমস্যার কারণ আর যাই হোক আপনার কমপিউটারের ত্রুটির জন্য হয়নি। গিক স্কোয়াড (Geek Squad) এজেন্টের ড্রেক মিয়েস্টার (Derek Meister) দাবি করেন, অনেক ব্যবহারকারী ভুল করে ধীরগতির সিস্টেমকে শনাক্ত করেন সমস্যা হিসেবে, যা মূলত কমপিউটারের সমস্যা নয় বরং ব্রডব্যান্ড কানেকশনের সমস্যা। যার কারণে ডাউনলোড হতে দীর্ঘ সময় নেয়। ধীরগতির কানেকশনকে ডায়াগনাস করার জন্য ব্যবহার করতে পারেন Speedtest.net নামের এক টুল।
যদি সমস্যাটি আপনার পিসির হয়ে থাকে, তাহলে চেক করে দেখুন আপনার অপারেটিং সিস্টেম যে ড্রাইভে আছে, সেখানে পর্যাপ্ত স্পেস রয়েছে কি না। যখন সিস্টেম রানিং অবস্থায় থাকে, তখন উইন্ডোজের জন্য যথেষ্ট স্পেস দরকার হয়, যাতে ফাইল তৈরি করা যায়। যদি হার্ডডিস্কের স্পেস সর্বোচ্চ মাত্রায় ব্যবহার হয় এবং ডাটা ধারণ করার মতো কোনো স্পেস ফাঁকা না থাকে, তাহলে পিসির পারফরম্যান্স কিছুটা ব্যাহত হবে। এমন অবস্থায় কিছু স্পেস পরিষ্কার করা অপরিহার্য হয়ে পড়ে।
যদি কমপিউটারের অপারেটিং সিস্টেম সি : ড্রাইভে প্রয়োজনের তুলনায় প্রচুর উপাদানসহ অবস্থান করে, তাহলে কিছু স্পেস খালি করলে অপারেটিং সিস্টেমের পারফরম্যান্স কিছুটা বাড়তে পারে। মাইক্রোসফটের সিস্টেম কনফিগারেশন টুল পরবর্তী সেরা প্রচেষ্টা হতে পারে ধীরগতির পিসির পারফরম্যান্স সমস্যাকে কুপোকাত তথা মোকাবেলা করার। মেশিন বুটআপের সময় স্বয়ংক্রিয়ভাবে প্রচুর অ্যাপ্লিকেশন চালু হয়, যা বুটআপ সময়কে দীর্ঘায়িত করে। বিশেষ করে তুলনামূলকভাবে পুরনো ও ধীরগতির পিসির ক্ষেত্রে। স্টার্টআপ আইটেমকে ছেঁটে পরিপাটি করার অভ্যাস গড়ে তুলুন। এজন্য Windows-R চেপে টুল ওপেন করুন। এবার msconfig টাইপ করে এন্টার চাপুন।
এবার পিসির পারফরম্যান্স দমনকারী সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করার সেরা উপায় হলো স্টার্টআপ আইটেম এবং ম্যানুফেকচারার কলামগুলো চেক করা এবং সম্ভাব্য উপাদানগুলো নিরাপদে ডিজ্যাবল করা। মাইক্রোসফট কর্পোরেশন যেসব সার্ভিস ও প্রোগ্রামকে ম্যানুফেকচারার আইটেম হিসেবে লিস্টেড করেছে, সেগুলোর সাথে যাতে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিছু কিছু আইটেম যেমন AdobeAAMUpdates গুগল আপডেট, প্যান্ডো মিডিয়া বুস্টার, স্পোটিফাই এবং স্টিম ক্লায়েন্ট বুট স্ট্র্যাপার ইত্যাদি সবই গেম, যদি আপনি নিশ্চিত হতে না পারেন কোন সার্ভিস বা প্রোগ্রাম ডিজ্যাবল করা যাবে, তাহলে তা এড়িয়ে যাওয়াই ভালো।
মেশিন বারবার রিস্টার্ট হলে
হার্ডওয়্যার সংশ্লিষ্ট সমস্যা ডায়াগনাস ও সমাধান করা বেশ জটিল। প্রথমে নিশ্চিত হয়ে নিন, আপনি উইন্ডোজের সর্বশেষ ভার্সন ব্যবহার করছেন কী-না, যা স্বয়ংক্রিয়ভাবে কমপিউটার রিস্টার্ট করবে ইনস্টলেশনের সময়। এরপর সিস্টেম ড্রাইভার আপডেটের জটিল সব কাজ করুন। যেমন গ্রাফিক্স কার্ড, মাদারবোর্ড এবং নেটওয়ার্ক কার্ড ড্রাইভার ইত্যাদি সব।
গিক স্কোয়াডের মিয়েস্টার বলেন, মেশিন বারবার রিস্টার্ট হওয়ার পেছনে কারণ হতে পারে কখনও ভাইরাসজনিত, কখনও অ্যাডওয়্যারজনিত, কখনও কখনও সিস্টেম খুব বেশি গরম হওয়ার কারণে। আবার কখনও হতে পারে ভিডিও কার্ডের কারণে। ভিডিও কার্ড আপগ্রেড করলে যেমন সমস্যার সমাধান হতে পারে, তেমনই এখানে উল্লিখিত কাজগুলো খুব সহজে সমাধান হতে পারে।
ইদানীংকার কমপিউটারের সাথে সম্পৃক্ত থাকে সেইফগার্ড, যা সিস্টেমকে শাটডাউন করে যদি কোনো কম্পোনেন্ট খুব গরম হয়ে পড়ে। সিস্টেম খুব বেশি গরম হয়ে পড়লে ঘন ঘন রিস্টার্ট হতে পারে, বিশেষ করে যখন প্রচুর রিসোর্স ব্যবহারকারী প্রোগ্রাম যেমন ইনটেনসিভ প্রোগ্রাম বা ভিডিও গেম রান করে সুদীর্ঘ সময় ধরে।
ডেস্কটপে পপআপ অ্যাডস আবির্ভূত হওয়া
ওয়েব ব্রাউজার রান না করার পরও যদি পপআপ অ্যাড দেখায়, তাহলে ধরে নেয়া যায় সম্ভবত আপনি অ্যাডওয়্যার ইনস্টল করেছেন। অ্যাডওয়্যার হলো একটি প্রোগ্রাম, যা অনাকাঙিক্ষত বিজ্ঞাপন প্রদর্শন করে। যদিও কিছু ক্ষতিকর নয় এমন অ্যাডওয়্যার বিদ্যমান রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডওয়্যাগুলো তেমন ভালো নয়। অ্যাডওয়্যার থেকে সহজে পরিত্রাণের কোনো উপায়ও নেই।
বর্তমানে শত শত ছোট সিস্টেম ইউটিলিটি টুল রয়েছে আমাদের চারপাশে, যা দাবি করে সবকিছু পরিষ্কার করতে পারে, যেমন পিসি স্পিডআপ, পিসি স্পিডপ্রো, পিসি স্পিডফায়ার ইত্যাদি। কিন্তু গিক স্কোয়াডের মিয়েস্টার বলেন, বেশিরভাগ ক্ষেত্রে এসব প্রোগ্রাম তেমন কার্যকরভাবে কিছুই করতে পারে না যেমনটি এরা দাবি করে থাকে। কিছু প্রোগ্রাম কাজ করে, তবে অন্যগুলো তেমন কার্যকর নয়।
পিসির গতি বাড়ায় বা রেজিস্ট্রি পরিষ্কার করতে পারে এমন কিছু দাবি করা হয় যেসব প্রোগ্রামে, সেগুলো ডাউনলোড করা থেকে বিরত থাকা উচিত। এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন বিশ্বস্ত অ্যাডওয়্যার স্ক্যানার, যেমন ম্যালওয়্যারবাইটের অ্যান্টি-ম্যালওয়্যার টুল। প্রথম কাজ হিসেবে বিশ্বস্ত অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে ফুল স্ক্যান রান করুন। যদি এই প্রোগ্রাম অ্যাডওয়্যার খুঁজে বের করতে এবং রিমুভ করতে না পারে, তাহলে ফ্রি টুল ম্যালওয়্যারবাইটের অ্যান্টি-ম্যালওয়্যার দিয়ে চেষ্টা করতে পারেন। এই টুল সব ধরনের ম্যালওয়্যার রিমুভ করতে পারে কার্যকরভাবে। তবে এই টুল রান করার আগে স্ট্যান্ডার্ড অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডিজ্যাবল করার বিষয়টি নিশ্চিত করুন।
মাল্টিপল অ্যান্টিভাইরাস প্রোগ্রাম একই সময়ে রান করালে সমস্যা সৃষ্টি হয়। এ প্রসঙ্গে ফ্যালকন নর্থওয়েস্টের প্যাট্রিস বলেন, আপনার দরকার সিস্টেমে একটি সক্রিয় রিয়েল-টাইম অ্যান্টিভাইরাস স্ক্যানার ইনস্টল করা। তবে একটি বাড়তি ‘অন ডিম্যান্ড’ ভাইরাস বা ম্যালওয়্যার স্ক্যানারকে ক্ষতিগ্রস্ত করে না। যদি আপনার সব প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে আপনার সামনে সব সময় একটি অপশন রয়েছে, তাহলো সিস্টেম রিইনস্টল করা পুরোপুরিভাবে। তবে এ কাজটি সম্পন্ন হতে দীর্ঘ সময় নিতে পারে। তবে এটি একমাত্র নিশ্চিত উপায় অ্যাডওয়্যার বা স্পাইওয়্যার রিমুভ করার। তবে যাই করুন না কেনো, আপনার পার্সোনাল সব ফাইল ব্যাকআপ করার কথা সবসময় মনে রাখা উচিত।
গুগলকে ঠিক মনে না হওয়া
ব্রাউজার হাইজ্যাকারেরা হলো সবচেয়ে জঘন্য বা বিপজ্জনক ম্যালওয়্যার বিস্তারকারী। এ ধরনের প্রোগ্রাম আপনার ওয়েব ব্রাউজার দায়িত্ব গ্রহণ করে এবং গোপনে আপনার গুগল সার্চ রিডাইরেক্ট করে ও অন্যান্য কোয়েরি ভুয়া পেজে নিয়ে যায়, যার অর্থ হলো পার্সোনাল তথ্য হাতিয়ে নেয় বা আপনার সিস্টেমকে আবার আক্রান্ত করে।
এমন অবস্থায় নিরাপদ থাকার সেরা কৌশল হলো রিয়েল-টাইম অ্যান্টিভাইরাস রান করানো। যদি আপনার ব্রাউজার ইতোমধ্যেই হাইজ্যাক হয়ে থাকে, তাহলে ব্রাউজারকে আনইনস্টল করুন এবং আপনার অ্যান্টিভাইরাস প্রোগ্রামের সাথে ম্যালওয়্যারবাইট প্রোগ্রাম ব্যবহার করুন অবৈধ অনুপ্রবেশকারীকে অপসারণ করার জন্য।
ওয়াই-ফাই কানেকশন বিচ্ছিন্ন হলে
অসম গুণের ওয়্যারলেস কানেকশন আপনাকে হতবিহবল করতে পারে। ওয়্যারলেস সংযোগ কী কমপিউটারের সাথে? রাউটারের সাথে? আপনার আইএসপির সাথে? ইত্যাদি প্রশ্ন বিবেচনায় আনতে হবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে অভিযোগ জানানোর আগে। উইন্ডোজ নেটওয়ার্ক ডায়াগনাস টুল সব সময় আপনার সমস্যা সমাধান করতে নাও পারে।
তবে এটি সচরাচর আপনাকে দেখিয়ে দিতে পারে সঠিক ডিরেকশন। প্রথমে নিশ্চিত হয়ে নিন আপনার কমপিউটার ওয়্যারলেস রাউটারটি সীমার মধ্যে আছে কি না। দুর্বল সিগন্যালের অর্থ হচ্ছে দুর্বল সংযোগ। এরপর আপনাকে নিশ্চিত করতে হবে, পিসির ওয়্যারলেস কার্ডের সাথে সম্পৃক্ত রয়েছে সর্বশেষ ড্রাইভার। এবার টাস্কবারে ওয়াই-ফাই আইকনে ডান ক্লিক করে সিলেক্ট করুন Troubleshoot problems।
প্রিন্টার কাজ করছে না
ধরে নিচ্ছি আপনার প্রিন্টার ড্রাইভার আপ-টু-ডেট এবং পেপার ট্রেতে যথেষ্ট কাগজ যেমন আছে, তেমনই কালি বা টোনারও কাজ চালানোর জন্য পর্যাপ্ত। তারপরও প্রিন্ট হচ্ছে না। এমন অবস্থায় প্রিন্টারকে অফ ও অন করুন। প্রিন্টারকে আনপ্লাগ করে আবার প্লাগ করুন। সিস্টেম ট্রেতে প্রিন্টার আইকনের খোঁজ করুন এবং প্রিন্টারের প্রিন্ট কিউই চেক করুন। এরপর প্রিন্ট কিউইতে ডাবল ক্লিক করুন। প্রিন্ট কিউই প্রতিটি কাজের স্ট্যাটাস যেমন দেখাবে, তেমনই প্রিন্টারের সাধারণ স্ট্যাটাসও দেখাবে।
প্রিন্টার সমস্যা ট্রাবলশুট করার সেরা উপায় হলো প্রিন্ট কিউই চেক করা। এ ক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে যে ওটংব চৎরহঃবৎং ঙভভষরহবহ সিলেক্ট করা নেই। এজন্য খেয়াল করে দেখুন যে ‘Use Printer Offline’ চেক করা নেই। কখনও কখনও প্রিন্টার অফ থাকাকালে প্রিন্ট করলে উইন্ডোজ প্রিন্টারকে অফলাইনে সেট করে, যাতে অফলাইনে কাজ করতে পারে, যা আপনার কাজকে অন্তরালে রাখে এবং পরে পাঠায় প্রিন্টের জন্য।
ই-মেইল অ্যাটাচমেন্ট ওপেন করতে না পারা
কখনও কখনও অ্যাটাচমেন্ট ফাইলকে ওপেন করা যায় না। এমন সমস্যার কারণ হলো অ্যাটাচমেন্ট ফাইল ভিউ করার জন্য উপযুক্ত সফটওয়্যার না থাকা। যদি আপনার অ্যাডোবি রিডার বা অন্য পিডিএফ কম্প্যাটিবল প্রোগ্রাম না থাকে, তাহলে আপনি ওই টিপিএস (TPS) রিপোর্ট ওপেন করতে পারবেন না। এ ক্ষেত্রে সাধারণত সন্দেহ করা হয় .ঢ়ফভ ফাইলকে। এ জন্য আপনাকে ডাউনলোড করতে হবে ফ্রি পিডিএফ রিডার সফটওয়্যার। যদি সমস্যাটি অন্য ফাইল ফরম্যাটের কারণে হয়ে থাকে, তাহলে অ্যাটাচমেন্ট ফাইল এক্সটেনশন খোঁজ করে দেখুন, যা আপনাকে বলে দেবে কোন ধরনের প্রোগ্রাম আপনার দরকার।
পিসিতে ফেভারিট প্রোগ্রাম কাজ না করলে
কোনো প্রোগ্রাম পিসিতে কাজ না করলে বিশেষজ্ঞের পরামর্শ নেয়ার আগে প্রথমে নিশ্চিত হয়ে নিন, আপনি যে সফটওয়্যার রান করাতে চেষ্টা করছেন তা অপারেটিং সিস্টেমের সাথে কম্প্যাটিবল কি না। পুরনো সফটওয়্যার উইন্ডোজ ৮-এর ভালোভাবে কাজ নাও করতে পারে। ম্যাক ওএস এক্সের জন্য তৈরি করা অ্যাপ অবশ্যই উইন্ডোজ পিসিতে রান করবে না। একটি ৩২ বিটের প্রোগ্রাম ৬৪ বিট অপারেটিং সিস্টেমে রান করতে পারে। তবে অন্য কোনো ক্ষেত্রে এটি কাজ নাও করাতে পারে।
মনে রাখবেন, সব ধরনের ফাইল উইন্ডোজে কাজ করে না। উদাহরণস্বরূপ, যেসব ফাইলের এক্সটেনশন .app, সেগুলো বিশেষভাবে ম্যাক ওএস এক্সের জন্য। যদি একটি অনলাইন গেম বিঘ্ন সৃষ্টি করে, তাহলে ধরে নিতে পারেন এমন সমস্যা হয়েছে সম্ভবত প্রয়োজনীয় প্লাগইনের অভারের কারণে। সাধারণত জাভা ও ফ্ল্যাশ হলো নষ্টের মূল। বেশিরভাগ ব্রাউজার আপনাকে সতর্ক করে দেবে এসব আইটেম ইনস্টল করার জন্য, যদি প্রয়োজন হয়
ডাউনলোড হতে দীর্ঘ সময় নেয়
যদি কানেকটিভিটি সমস্যা থাকে, তাহলে সেরা উপায় হলো Speedtest.net টুল ব্যবহার করা। আপলোড ও ডাউনলোড স্পিড কত তা জানার জন্য স্পিড টেস্ট রান করুন। আদর্শগতভাবে বলা যায়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের বিজ্ঞাপনে যে স্পিডের কথা উল্লেখ করা হয় তার ৫০ শতাংশ হওয়া উচিত। যদি স্পিড সলিড মনে হয়, তাহলে নিশ্চিত হয়ে নিন আপনি অসাবধানবশত কোনো কিছু ডাউনলোড বা আপলোড করছেন না। কিছু টরেন্ট ডাউনলোডিং প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ডে রান করে এবং টাস্কবারের পরিবর্তে সিস্টেম ট্রেতে মিনিমাইজ করুন।
একটি ভালো স্পিড টেস্ট দেবে পিং ডাউনলোড স্পিড ও আপলোড স্পিডের নির্ভুল অ্যাসেসমেন্ট। সুতরাং আপনার নেটওয়ার্ক হার্ডওয়্যার চেক করুন। এ ক্ষেত্রে নেটওয়ার্ক কার্ড আপডেট করার অর্থই সব কাজ নয়। তবে আপনার কার্ডের প্রস্ত্ততকারক যদি নতুন ড্রাইভার অফার করে, তাহলে তা ডাউনলোড করে নিন। রাউটার ও মডেম রিসেট করলে কানেকশন সমস্যায় কিছু সহায়তা পেতে পারেন। বেশিরভাগ রাউটার ও মডেমে রিসেট বাটন সম্পৃক্ত থাকে, তবে পাওয়ার ক্যাবল এক বা দুই সেকেন্ডের জন্য খুলে ফেললেও রিসেটের মতো একই কাজ করবে।
তবে দীর্ঘ সময়ের জন্য পাওয়ার কাট অফ করা ঠিক হবে না বা হার্ডওয়্যার নিজেই ফ্যাক্টরি ডিফল্টে রিসেট হবে। এরপরও যদি সমস্যা থেকেই যায়, তাহলে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করতে পারেন।
Share:

Popular Posts

Powered by Blogger.

Translate

Labels

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.