উইন্ডোজ ১০ আপগ্রেড পাবে যেসকল লুমিয়া এবং মাইক্রোসফট ফোন

গত মাসের শেষের দিকে মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। ইতোমধ্যেই ডেস্কটপের জন্য উইন্ডোজ ১০ আপগ্রেড উন্মুক্ত করা হলেও মোবাইল ডিভাইসে আপগ্রেড পেতে কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে।
যেসকল লুমিয়া স্মার্টফোন প্রথমেই আপডেট পাবে, তার একটি তালিকা প্রকাশ করেছে মাইক্রোসফট। স্মার্টফোনগুলো হল-
  • লুমিয়া ৪৩০
  • লুমিয়া ৪৩৫
  • লুমিয়া ৫৩২
  • লুমিয়া ৫৩৫
  • লুমিয়া ৫৪০
  • লুমিয়া ৬৪০
  • লুমিয়া ৬৪০ এক্সএল
  • লুমিয়া ৭৩৫
  • লুমিয়া ৮৩০
  • লুমিয়া ৯৩০
শীঘ্রই এই তালিকায় যুক্ত হবে আরও কিছু উইন্ডোজ ফোন, এমনটাই জানিয়েছে মাইক্রোসফট।

উইন্ডোজ ১০ আপগ্রেড

উইন্ডোজ ১০ আপগ্রেড
জেনে রাখা ভালো, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের দুনিয়ায় ঝাঁপ দিয়েছেন ১ কোটি ৪০ লাখ ব্যবহারকারী। জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের তরফ থেকে বলা হয়েছে, নতুন এ অপারেটিং সিস্টেমটি অবমুক্ত করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি ৪০ লাখ ইউজার এটিতে আপগ্রেড করতে সফল হয়েছেন। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেন, আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। উইন্ডোজ ১০ সম্পর্কে গোটা পৃথিবী থেকেই মানুষের উচ্ছ্বাস ও আগ্রহ আমাদের মুগ্ধ করছে। পৃথিবীকে যত তাড়াতাড়ি সম্ভব উইন্ডোজ ১০-এ আপগ্রেড করার জন্য সম্ভাব্য সব কিছুই আমরা করব। এদিকে উইন্ডোজ ১০ বেড়তে না বেড়তেই অনেক ব্যবহারকারীই কিছুটা বিপাকে পড়ছেন। পরিবারের নতুন এ অতিথির সঙ্গে মানিয়ে নিতে কিছুটা বেগ পেতে হচ্ছে। কারণ এর ফাইন টিউনিং এখনও বাকি রয়ে গেছে। বেশকিছু বাগ দেখা দিয়েছে সর্বাধুনিক এ অপারেটিং সিস্টেমে। নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটও বেশ তড়িঘড়ি করে এসব বাগ সমাধান করতে একটি প্যাঁচ ছেড়েছে তার ভোক্তা সাধারণের জন্য। মজার ব্যাপার হল, প্যাঁচটির আয়তন রীতিমতো দশাসই। ১ গিগাবাইট। ভাবা যায়! ধারণা করা হচ্ছে এরপর আর বড়সড় কোনো বাগের সামনে পড়তে হবে না উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের। তবে ছোটখাটো বাগের দেখামেলা এমন কিছু অসম্ভবও নয়।
উইন্ডোজ ১০ সংক্রান্ত সকল সমস্যা ও জিজ্ঞাসা থাকলে অবশ্যই টিউমেন্ট করুন। মাইক্রোসফট এর এ এক মাইল ফলক কার্যক্রম। ফ্রীওয়ার এর দুনিয়ায় মাইক্রোসফট এর ও এক সময় নাম লিখাতে হবে। প্রযুক্তিকে ছড়িয়ে দিতে বিভিন্ন কোম্পানি নিত্যনতুন উদ্যগ গ্রহণ করার পাশা পাশি তা বাস্তবায়ন ও করছে। যেকনো সমস্যার সমাধানে নিয়মিত ভিসিট করুন যুগটেক এ। যুগ পাঠক আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন প্রযুক্তি বিষয়ক তথ্য নিয়ে।
Share:

No comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Translate

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.