নেটওয়ার্ক এর কাজ শিখুন কম্পিউটার ছাড়াই [পর্ব-০২] :: আই পি ভাঙ্গা

মনে রাখার বিষয়:

  • router  দিয়েই  নেটওয়ার্ক এর কাজ  আরাম্ব হয়
  •  আপনি যখন ২ টি পিসি রেখে ৩ টি পিসি তে নেটওয়ার্ক করতে যাবেন তখন  Router ছাড়া এটা সম্ভভ না
  •  router   কাজ করে আই পি নিয়ে    আর   Switch কাজ করে Mac address  নিয়ে
বীঃদ্র   router   /Switch   একটি ডিভাইস    আর Mac address  একটি আই পি এর মত নাম্বার

আজকের বিষয়ঃ   আই পি ভাঙ্গা

আপনি যতই পণ্ডিত হন না কেন নেটওয়ার্ক এ  আই পি ভা ঙ্গা না জানলে আপনি নেটওয়ার্ক এর কাজ জানেন না এটা আমি বলব তাই আইপী ভাঙা শিখুন। আইপি ভাঙ্গাতে  হলে আপনাকে একটি সূত্র মণে রাখতে হবে  তা হল
১২৮+৬৪+৩২+১৬+৮+৪+২+১=২৫৫
একটি কথা মনে রাখতে হবে এই যোগফল ২৫৫ এর বেশী যেতে পাড়বে না

একটি আই পি ভাঙ্গা দেখুন:

১৯২ =  ১২৮+৬৪+০+০+০+০+০+০=১৯২
মনে রাখতে হবে একটি আইপি ৪ টি  octate দিয়ে গঠিত হয়। প্রতিটি octate এ ৮ টি বিট (Bit) থাকে
Bit 1 192Bit 2 16Bit 3 254Bit 4 1
প্রতি  অকটেট এ ৮ টি করে   বিট (Bit) থাকে
তাহলে এখন ১৬ কে ভাঙ্গি এই সূত্র দরে (১২৮+৬৪+৩২+১৬+৮+৪+২+১=২৫৫)
1286432168421
00010000
তাহলে আইপি হল ১৬ এর ০.০.০.১.০.০.০.০= ১৬
একটি কথা মনে রাখতে হবে যখন value এর মান না পাওয়া যাবে তাখন এর মান হবে ০ আর পাওয়া গেলে মান হবে ১
Share:

No comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Translate

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.