কি করে বন্ধ করবেন উইণ্ডোস ১০ অটো আপডেট মাত্র ছয় ধাপে

উইণ্ডোস ১০ যারা ব্যবহার করেছেন বা করবেন তারা হয়ত জানেন যে windows 10 এ অটোমেটিক আপডেট Disable করা যায় না।
তাই আপনি জানতেও পারবেন না যে আপনার লিমিটেড নেট কখন শেষ হয়ে যাবে, এই WINDOWS আপডেটর জন্য
তাই  DISABLE করে দেখালাম কি করে Disable করবেন অটো আপডেট.
Windows 10 এর সকল version ENTERPRISE, PRO, HOME,EDUCATION কার্যকারী.

কি করে বন্ধ করবেন উইণ্ডোস অটো আপডেট ইন জাস্ট ছয় স্টেপ
স্টেপ ১
টাইপ করুন সার্চ বার-এ View Local Services নিচের ছবির মতো press ENTER
স্টেপ  ২
নিচের ছবির মতো একটি পেজ খুলবে, যার একদম নিচের দিকে পাবেন  windows Update, নিচ থেকে ১১ নম্বর। সিলেক্ট করুন
PRESS Enter

স্টেপ ৩
Service Status Running ===  Press STOP
PRESS Enter

Windows Update এই ভাবে বন্ধ হবে..
স্টেপ ৪
তীর মার্কা জায়গা তে গিয়া ডিসএবল করুন  Startup Type
Automatic to Disable
Apply And OK
স্টেপ ৫
এবার চেক করব Windows আপডেট অপসন..
টাইপ করুন সার্চ বার-এ Check For Update নিচের ছবির মতো press ENTER
স্টেপ ৬

Check Update সিলেক্ট করুন  লেখা আসবে Checking For Updates....
নিচের ছবির মতো একটি পেজ খুলবে
তারপর কি হবে নিচের ছবির মতো একটি পেজ খুলবে
আর লেখা থাকবে There were some problems installing update মানে আপডেট বন্ধ,

আর একটি কথা Windows Update  আবার শুরু করতে হলে যা যা করেছেন তা চেঞ্জ করবেন আগের মতো তাহলে আপডেট আবার চালু হয়ে যাবে.
কি এবার শান্তি তো বন্ধ করে দিলাম অটো আপডেট। All VERSION ENTERPRISE, PRO, HOME,EDUCATION সবেতে কার্যকারী.
সতর্কবাণী
View Local Services এ windows update সিলেক্ট করবেন ঠিক করে না হলে উইন্ডোস আপডেটর জায়গাতে অন্য কোনো সার্ভিস বন্ধ হয়ে যাবে।

যদি কোনো প্রবলেম হয় তা হলে অবশ্যই বলবেন। নিজে করে দেখুন ভালো লাগবে।
অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন আমি যদি কোনো ভুল করি...
সবার জন্য শুভকামনা আর গঠনমূলক টিউমেন্ট, পরামর্শ অথবা সমালোচনা প্রত্যাশা করি ...


Share:

No comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Translate

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.