আপনার windows চালিত কম্পিউটার/pc/laptop এর স্পীড বাড়ান ১০০% কার্যকরি টিউন। (ভিডিও টিউটোরিয়াল)

আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন, আমি আল্লাহর রহমতে ভাল আছি। আমি এই টিউনে আপনাদেরকে দেখাব কিভাবে আপনার ল্যাপ্টপ/পিসি/কম্পিউটার এর স্পীড বাড়াবেন। আমি কিভাবে কম্পিউটারের স্পীড বাড়াতে হয় এই নিয়ে আরো দুই একটি টিউন করেছি, যারা টিউন গুলি দেখেন নি, নিচে টিউন গুলির লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিবেন।

speed up computer
speed up computer
  • একটি টিপসঃ- প্রতিদিন কম্পিউটার বন্ধ করার পূর্বে, কম্পিউটার slow করে এমন সব ফাইল ডিলেট করুন। এক সাথে অনেক গুলি সফটওয়ার ওপেন করবেন না। নিচের ধাপ গুলি অনুসর করুন।
  • কিভাবে কম্পিউটার কম্পিউটারকে স্লো করে এমন ফাইল ডিলেট করবেন ভিডিও দেখুনঃ https://www.youtube.com/watch?v=1Aum1bEZHX4
  • Windows key+R প্রেস করে RUN কমান্ড চালু করুন এবং টাইপ করুন msconfig তারপর ok ক্লিক করুন। তারপর BOOT এ ক্লিক করুন। Advance option এ ক্লিক করুন। তারপর Number of processor এবং Maximum memory তে টিক দিয়ে ok করুন। তারপর startup এ ক্লিক করুন। এবং আপনার প্রয়োজনীয় সফটওয়্যার গুলি ছাড়া বাকি গুলি বাকি সব গুলি আনচেক করে দিন। মানে যেই সফটওয়্যার গুলি আপনার windows ওপেন হওয়ার সময় দেখতে চান না। সে গুলির পাশ থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে অকে করুন। এবার আপনার কপিউটার রিস্টার্ট চাইবে Restart দিন।
  • এবার স্টার্ট মেনুতে ক্লিক করুন। control panel এ ক্লিক করুন>> Programs এ ক্লি করুন>>trun windows features on or off এ ক্লিক করুন। আপনি যদি games না খেলেন তাহলে games এর পাশ থেকে টিক চিহ্ন তুলি দিন। যদি internet explore ব্যবহার না করেন তাহলে টিক চিহ্ন তুলে দিন। নোটিপিকেশন আসবে yes ক্লিক করুন।এবার Ok তে ক্লিক করুন। কম্পিউটার রিস্টার্ট চাইবে।
  • এবার ভিডিও দেখুন ভিডিও তে সব কিছু দেখানো হয়েছে,  https://www.youtube.com/watch?v=8FSkxsjVddU
আগামি টিউনের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
Share:

No comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Translate

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.