আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। ফটোশপ নিয়ে নতুন করে বলার মত কিছুই নেই। অনেক প্রফেশনাল এবং নিজেদের সামান্য কিছু ফটো ইডিট করার জন্য ফটোশপ ব্যবহার করে থাকে। সামান্য কাজের জন্যে যদি বারবার ফেইক সিরিয়াল এবং ফেইক লাইসেন্স আসে তাতে সবারই বিরক্ত লাগে। তাই বিরক্ত দূর করার জন্য আপনাদের জন্য আজকের টিউন। এটা খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন। Photoshop CC এর প্রটেবল ভার্সন। এই ভার্সনের কিছু স্ক্রিনশট এক নজড়ে দেখে নেই। সবাই দেখেছে তাও পুনরায় দিলাম।
স্ক্রিনশট
এবার ডাউনলোড এর পালা। নিচে ডাউনলোড লিঙ্ক দিলাম ডাউনলোড করে নিতে পারেন যাদের প্রয়োজন আছে। লিঙ্ক নিয়ে সমস্যা হলে জানাবেন।ডাউনলোড করার পর। রার ফাইলটই ওপেন করেন। তারপর নিচের চিত্র গুলা দেখেন।এই রকম চারটা ফাইল পাবেন। এদের মধ্যে তিন নাম্বার ফাইলটা কপি করুন।তারপর আপনার পিসির ডেস্কটপে PASTE SHORTCUT এ কিল্ক করে দিন। এই বার আরামশে ব্যবহার করুন।দেখা হবে অন্য কোণ নতুন টিউনে। ভাল থাকেন সবাই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।
No comments:
Post a Comment