• This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

যা যা ডিসেবল করা দরকার উইন্ডোজ ১০ এ কারণ সহ পর্ব দুই

পরিবারের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন এর দ্বিতীয়পর্ব

মাইক্রোসফট উইন্ডোজ ১০ এ কি কি Disable করেবেন আর কেনই বা Disable করবেন।

দ্বিতীয় পর্বে মাইক্রোসফট উইন্ডোজ ১০ এ Settings গুলা Disable করার ক্ষেত্রে যে সকল স্টেপ আছে সে সম্পর্কে সচিত্র,বিস্তারিত আলোকপাত করা হলো।
তাহলে চলুন Disable করে ফেলি তাড়াতাড়ি।।।।।।
যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন কি কি Disable করবেন আর কেন Disable করবেন ? জানতে এখানে ক্লিক করুন।

1. Disable ওয়াই ফাই সেন্স
প্রথমে যাব Settings, সেখান থেকে Network & Internet সিলেক্ট করলে পাবো Wi-Fi,
আর তারপর Wi-Fi পেজটির ডানদিকে Manage Wi-Fi settings
সেখানে যা যা অন থাকবে তা Disable করেদিন। 
ব্যাস হয়ে গেল ওয়াই ফাই সেন্স Disable
যে ভাবে করলাম দেখালাম নিচের ছবি গুলাতে


2. Disable ব্যান্ডউইথ শেয়ারিং ফর আপডেটস
এবারো যাব Settings এ  সেখান থেকে Update & Security সিলেক্ট করলে পাবো Windows Update,
আর তারপর Windows Update পেজটির ডানদিকে Advanced options, সেখানে সিলেক্ট করলে পাব Choose how updates are delivered
সেখানে সিলেক্ট করলে পাব Updates from more than one place সেখানে যা অন থাকবে তা Disable করেদিন।
ব্যাস হয়ে গেল, ব্যান্ডউইথ শেয়ারিং ফর আপডেটস Disable
যে ভাবে করলাম দেখালাম নিচের ছবি গুলাতে
3. Disable অটোমেটিক্যালি এপলাই আপডেট
এবারো যাব Settings এ  সেখান থেকে Update & Security সিলেক্ট করলে পাবো Windows Update,
আর তারপর Windows Update পেজটির ডানদিকে Advanced options, 
খালি পরবর্তন করব " Automatic Recommended" থেকে "Notify to schedule restart." তে
ব্যাস হয়ে গেল, Automatically-Applied Updates Disable
যে ভাবে করলাম দেখালাম নিচের ছবি গুলাতে
4. Disable গেটিং টু নো ইউ
আবারো এবারো যাব Settings এ  সেখান থেকে "Privacy" সিলেক্ট করলে পাবো "Speech, inking & typing",
আর তারপর "Speech, inking & typing" পেজটির ডানদিকে "Stop getting to know me" সিলেক্ট করব, off করব।
ব্যাস হয়ে গেল, গেটিং টু নো ইউ Disable
যে ভাবে করলাম দেখালাম নিচের ছবি গুলাতে
5. Disable টার্গেটেড অ্যাড
এবারো আবা যাব Settings এ  সেখান থেকে "Privacy" সিলেক্ট করলে পাবো "General"
"General" পেজটির ডানদিকে "Let apps use my advertising ID for experiences across apps." সুইচ অফ ফানসান
ব্যাস হয়ে গেল টার্গেটেড অ্যাড Disable
যে ভাবে করলাম দেখালাম নিচের ছবি গুলাতে
6. Disable অ্যাপ্লিকেশন অ্যাক্সেস টু ইওর লোকেসন, মাইক্রোফোন, এবং ক্যামেরা
এবারো আবা যাব Settings এ  সেখান থেকে "Privacy" সিলেক্ট করলে পাবো "Location"
পেজটির ডানদিকে " Choose apps the can use your location" বন্ধ করুন সকল অপসন গুলি।
একই ভাবে "Privacy" পেজটির  Camera & Microphone এর সকল অপসন গুলি বন্ধ করুন।
ব্যাস হয়ে গেল অ্যাপ্লিকেশন অ্যাক্সেস টু ইওর লোকেসন, মাইক্রোফোন, এবং ক্যামেরা Disable
যে ভাবে করলাম দেখালাম নিচের ছবি গুলাতে
7. Disable Background Apps
আবা যাব Settings এ  সেখান থেকে "Privacy" সিলেক্ট করলে পাবো "Background apps" শেষ অপসনটি
"Background apps" পেজটির ডানদিকে "let apps run in background" বন্ধ করুন সকল অপসন গুলি বা যেটা দরকার নয় সেটা।
ব্যাস হয়ে গেল Background Apps Disable 
যে ভাবে করলাম দেখালাম নিচের ছবি গুলাতে



এই টিউন টি করতে আমাকে কেউ রিকোয়েস্ট করেনি তবু আমার মনে হলো,
যে প্রতেকের একটা ব্যক্তিগত বলে জিনিস থাকে আর সেটা কেউই কারোর কাছে প্রকাশ করতে চাইবেনা,
সে মানুষ হোক বা মাইক্রোসফট এর মতো একটি কোম্পানি হোক না কেন।
এটা জানানো আমার কর্তব্য বলে মনে হল তাই এই টিউনটি করলাম।
অবশ্যই সবাই টিউমেন্ট করবেন ভালো না লাগলেও।
ব্যক্তিগত মতামত দিবেন [সেটাতো আপনার ব্যক্তিগত ব্যপার দিতেই পারেন] ভালো লাগবে
আর আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত। 
আমার কাউকে দুখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই।
ভালো থাকবেন,ভালো রাখবেন,আর প্রবেলম হলে আমি থুড়ি টেকটিউন তো আছে।

বি:দ্র: আপনার যদি মনে হয়,আপনি নাও DISABLE করতে পারেন Settings গুলা কারণ সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর আমি কারো ব্যক্তিগত ব্যাপার এ হস্তক্ষেপ করতে চাই না।

Share:

কি ভাবে SuperCopier দিয়ে ৪ গুন বেসি speed এ কপি করবেন

আসসালামু আলাইকুম,আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের কাছে হাজির হয়েছি অসাধারণ ১টি ট্রিকস নিয়ে যা আপনাদের সব সময় কাজে লাগে এবং সময় এর অপচয় থেকে বেচে যাবেন। প্রথমে SuperCopier টি না থাকলে ডাউনলোড করে নিন এর পর অনন্য softwer এর মত এটাও ইনিস্টল করে নিন কোন সমস্য হলে নিচের ভিডিও দেখুন এর পর ও যদি না হয় তাহলে আমাকে জানাবেন আমি আমার যথা সাধ্য চেস্টা করব হেল্প করার জন্য।আমি এ ভাবেই কপি করি আপনারও  এই নিয়মে কপি করে অনেক মজা পাবেন অনেক বড় বড় ফাইল অনেক অল্প সময়ে কপি করতে পারবেন।
আর SuperCopier না থাকলে এখান থেকে Download করে নিন আর কপি করুন  ৪ গুন বেসি speed এ
#প্রথমে Configuration এ ক্লিক করুন
#এরপর Advanced এ ক্লিক করুন
# এরপর Normal কে High করে দিন
# এরপর নিচের খালি ঘর ৩ টি তে সব ঘর  গুলোতে ১ অথবা ৫ করে দিন
#এবার অ্যাপ্লাই করে দিন কাজ শেষ এবার নিচে দেখুন কপির কি স্পীড
বুঝতে সমস্যা হলে কি ভাবে SuperCopier দিয়ে ৪ গুন বেসি speed এ কপি করবেন এখানে ভিডিও দেখতে পারেন।
এই ট্রিকসটি আশাকরি সবার উপকারে আসবে। কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অথবা টিউমেন্টে বলবেন
*** সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ***
Share:

দেখে নিন এক নজরে অ্যাডোব ফটোশপ সি সি -২০১৫ এর পাঁচটি অসাধারণ নতুন ফিচার ( ভিডিও টিউটোরিয়াল )

আজকে আমি আপনাদের জন্য ফটোশপ এর নতুন টিউন নিয়ে হাজির হলাম। আমি দীর্ঘদিন ধরে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি। ফটোশপ এর যে ভার্সন নিয়ে আমি এতদিন কাজ করতাম সেটি ছিল “অ্যাডোব ফটোশপ সি এস সিক্স এক্সটেন্ডেড এডিশন”।
যাইহোক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমিও অ্যাডোব ফটোশপ সি সি -২০১৫ ডাউনলোড ও ইন্সটল করে ফেললাম।এখানে একটা কথা বলে রাখি যে অনেকেই হয়তো ফটোশপ সি সি ব্যবহার করেন কিন্তু সেটি কোন সালে রিলিজ হয়েছে জানেন না।
ফটোশপ সি সি এর সদ্য রিলিজ হওয়া আপডেটেড ভার্সন হল ফটোশপ সি সি -২০১৫, এর আগেকার ভার্সন টা হল ফটোশপ সি সি – ২০১৪।এবার আসল কথায় আসি।এই দুই ভার্সন এর মধ্যে পার্থক্য কোথায় ? এর উত্তর হল নতুন অ্যাডোব ফটোশপ সি সি -২০১৫ তে অনেক নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে যেটি এর আগেকার ভার্সন এ নাই। অ্যাডোব ফটোশপ সি সি -২০১৫ এর সেইসব নতুন ফিচার এর মধ্যে আমার পছন্দের পাঁচটি ফিচার নিয়ে আমি আজ আপনাদের কাছে আলোচনা করব।
photoshop cc image 630-516

1) Artboards-এটি একটি অসাধারণ ফিচার।এই ফিচার এর সাহায্যে আপনারা অনায়াসে লোগো তৈরী করতে পারবেন।
2) Layer style-যে কোনো লেয়ার এর উপর বিভিন্ন এফেক্ট যেমন – drop shadow,stroke,inner shadow এগুলি এখন আরও ভালোভাবে এবং অনেকবার ধরে দেওয়া যাবে।
3) Content Aware Move Tool-এই ফিচার টি এর আগেকার ভার্সন এও আছে কিন্তু এখন খুবই নিখুঁতভাবে কোন ইমেজ এর মধ্যেকার কোন ছোট element বা content কে নিমেষে সরিয়ে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়।
4)Spot Healing Brush-খুবই সুন্দর ও নিখুঁতভাবে কোন ইমেজ এর মধ্যেকার কোন element বা content কে মুছে ফেলা যায়।
5) Export-এতদিন আমরা বিভিন্ন লেয়ার এর ইমেজ কে আলাদাভাবে export করতে পারতাম না। এবার নতুন ভার্সন অ্যাডোব ফটোশপ সি সি -২০১৫ তে এটি সম্ভব।
তো যাইহোক, অনেক কথা বললাম।
বিশদে জানতে গেলে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখুন পুরো ব্যাপারটাই বিশদে বুঝতে পারবেন।

এই ভিডিও টিউটোরিয়ালটি পূর্বে প্রকাশিত হয় আমার ইউটিউব চ্যানেল এ এইখানে
আমি এতকিছু বললাম অ্যাডোব ফটোশপ সি সি -২০১৫ সম্পর্কে। এবার নিশ্চই আপনারা বলবেন যে নতুন version টার ডাউনলোড লিঙ্ক টা কোথায়? তো এর উত্তর হচ্ছে যে আমি সবসময় নতুন সফটওয়্যার ডাউনলোড করি uটরেন্ট থেকে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো uটরেন্ট থেকে কোনো দিন ডাউনলোড করেন নি।
আশাকরি আপনারা অ্যাডোব ফটোশপ সি সি -2015 ডাউনলোড ও ইন্সটল করতে পেরেছেন।যদি সফটওয়্যার টি ডাউনলোড ও ইন্সটল করতে কোথাও অসুবিধা হয়,তবে অবশ্যই আমাকে টিউমেন্ট করে জানাবেন।
Share:

যে ১০টি আকর্ষণীয় সুবিধা উইন্ডোজ ১০ ছাড়া অন্য কোথাও পাবেন না

২৯-০৭-২০১৫ তারিখে আগত ইউন্ডোজ ১০ এর কথা কি শুনেছেন নাকি ব্যবহার করাও শুরু করে দিয়েছেন? আপনি যাই করেন না কেন, আমি এখন আপনাদের এমন কিছু সুবিধা দেখাতে যাচ্ছি যা শুধু মাত্র ইউন্ডোজ ১০ এ পাবেন এছাড়া আর কোথাও পাবেন না। উইন্ডোজ ১০ এমন একটি অপারেটিং সিস্টেম যেটি কিনা রিলিজ হওয়ার পূর্বেই রেকর্ড করে ফেলেছে। ইউন্ডোজ ১০ হল এ যাবত কালের সব চেয়ে অধিক দ্রুত গতির অপারেটিং সিস্টেম। শুধু মাত্র ইউন্ডোজ ১০ ইন্সটল বা আপডেট করলেই আপনি এমন কিছু সফটওয়্যারের কাজ দেখতে পাবেন, যেগুলো আপনাকে আর নতুন করে ইনস্টল করতে হবে না। কথা না বাড়িয়ে চলুন দেকে আসি যে ১০টি সুবিধা শুধু মাত্র ইউন্ডোজ ১০ ছাড়া অন্য কোথাও পাবেন নাঃ
১। ভার্চুয়াল বন্ধু 'Cortana' 
Cortana'র সাথে আপনি আপনের মনের কথাগুলো শেয়ার করতে পারবেন। তাকে যে কোন প্রশ্ন করতে পারবেন, তারসাথে গল্প করতে পারবেন। এমনকি আপনি যদি আপনের পিসির ব্লুটুথ তাকে অফ করে দিতে বলেন, সে সেটাও করে দিবে।

২। স্ন্যাপ উইন্ডো (সাইড বাই সাইড)

ব্রাউজারে যেমন বিভিন্ন ট্যাব খুলে বিভিন্ন কাজ করেন, তেমন ইউন্ডোজ ১০ এও সাইড বাই সাইড ডেস্কটপে বিভিন্ন কাজ করতে পারবেন। থাকছে ইচ্চামত কাস্টমাইজ করার সুবিধাও।

৩। স্টোরেজ স্পেস অ্যানালাইসিস
এতে থাকছে অনাকাংঙ্খিত থার্ডপার্টি সফটওয়্যারের কার্যক্রম বন্ধ করার সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি। এবার অল্প র‍্যামেই করতে পারবেন অনেক কাজ।

৪। মাল্টিপল ভার্চুয়াল ডেস্কটপ
উইন্ডোজ ১০ নিয়ে এসেছে ভার্চুয়াল ডেস্কটপ যার সাহায্যে আপনি কীবোর্ড থেকে Windows key+Tab প্রেস করে ইচ্ছামত ভার্চুয়াল ডেস্কটপ ইউন্ডো খুলে একই সাথে মাল্টিপল কাজ করার সুবিধা পাবেন।

৫। নটিফিকেশন বার
 যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাদেরকে নিশ্চয় নতুন করে আর বোঝাতে হবে না যে নটিফিকেশন বার কি! যাইহোক এই জনপ্রিয় ফিচারটি মাইক্রোসফট এবার ইউন্ডোজ ১০ এ সংযুক্ত করেছে। ফলে আপনি পাচ্ছেন লাইভ নটিফিকেশন যে কোন কিছুর।

৬। ডেডিকেটেড টু ট্যাবলেট মোড
আপনি চাইলেই আপনের পিসিকে ট্যাবলেটে রুপান্তর করতে পারেন। সেজন্য আছে ডেডিকেটেড টু ট্যাবলেট মোড ফিচার। এখন ডেস্কটপেই ফিল করুন ট্যাবলেটকে। মনে রাখবেন, এটা শুধু ইউন্ডোজ ১০ এ ই পাচ্ছেন।

৭। মাইক্রোসফট এড্‌জ ব্রাউজার
নতুন ইউন্ডোজ ১০ এ পাচ্ছেন নতুন ব্রাউজার মাইক্রোসফট এড্‌জ। আপনের ব্রাউজিং এক্সপেরিয়েন্সকে বৃদ্ধি করতে এতে আছে নানা ফিচার। স্ন্যাপ শর্টেই পাবেন ইডিটিং এর ছোয়া। আর কি লাগে তাই না?
৮। স্টার্ট মেনুতে কিংবা টাস্ক বারে রিসাইকেল বিন
 রিসাইকেল বিনকে পিসির বাম পাশের উপরের কর্নারে রাখতে রাখতে বিরক্ত হয়ে গেছেন? এখন চাইলেই তাকে সরিয়ে স্টার্ট মেনুতে কিংবা টাস্ক বারে রাখতে পারেন। মনে রাখবেন, এই সুবিধা কেবল মাত্র ইউন্ডোজ ১০ এ ই পাওয়া যাবে।

৯। উইন্ডোজে IOS এবং অ্যানড্রয়েড
কিছুক্ষন আগে তো ট্যাবলেট, ভার্চুয়াল মোড আর নটিফিকেশন বারের কথা বলেছিলাম। এবার আস্ত অ্যানড্রয়েড ও IOSকে তুলে নিয়ে আসতে পারবেন আপনের ইউন্ডোজ ১০ এ। কি মজা না? হ্যাঁ, একের ভিতর অনেক পেয়ে যাচ্ছেন।

১০। আল্ট্রা মডার্ন স্টার্ট মেনু
 উইন্ডোজ ৭ এ স্টার্টমেনুকে দেখেছেন লিস্ট ভিউ এ। আর ৮ এ দেখেছেন গ্রাফিক্যাল ভিউ এ। তবে উইন্ডোজ ১০ আপনাকে দিচ্ছে দুটোই একসাথে ব্যবহারের দারুন সুযোগ। সাথে থাকছে অসাম কাস্টমাইজেশন সুবিধা।

এছাড়াও আরো এত্তোগুলা সুবিধা আছে যা লিখতে লাগলে আমার কীবোর্ড এর ১২ টা বেজে যাবে। মোট কথা হল উইন্ডোজ ১০ যে একবার ব্যবহার করবেন সে আর জীবনেও অতীতের কোন ভার্শনে ফিরে যেতে চাইবেন না।
Share:

এবার IDM 6.23 Build 17 কে Life টাইম করে নিতে এখানে দেখুন

আসসালামুয়ালাইকুম।সবাই কেমন আছেন?আশা করি ভাল!আমিও ভাল।আপনারা যারা Pc দিয়ে Internet ব্যাহহার করেন তারা যেনে থাকবেন যে IDM হল একটি জনপ্রিয় ডাওনলোড ম্যানেজার।তো ১ মাস ব্যবহার করলে এখানে Register করা সহ নানারকম সমস্যা দেয়।আজ আপনাদের এটি আজীবন ব্যবহার করার এবং সকল সমস্যা থেকে মুক্তির উপায়-নিয়ম বলব।
চলুন শুরু করি, প্রথম এই ফাইলটি ডাওনলোড করে নিন।তারপর Winrar দিয়ে ফাইলটিকে ভেঙ্গে ফেলুন।তারপর যদি আপনার IDM আগে থেকেই Install করা থাকে তাহলে সেটিকে Uninstall করে ফেলুন।
তারপর এখন যে ফাইলটি ডাওনলোড করলেন সেখান থেকে idman623build17.exe টি Install করুন।এবার Crack ফোল্ডার থেকে IDMan.exe ফাইলটি কপি করে আপনার PC এর C Drive-> Program Files (x86)-> Internet Download Manager এ Replace করে ফেলুন।এবার পুনরায় ডাওনলোড করা ফোল্ডার থেকে RegMe.reg ফাইলটি রান করুন।ব্যাস কাজ সেশ।এবার আপনার PC Restart করুন।আর সারাজিবন ব্যবহার করতে থাকুন।তবে কেও যদি পুনরায় আপডেট করেন তাহলে আপডেট করার পর Crack ফোল্ডার থেকে IDMan.exe ফাইলটি কপি করে আপনার PC এর C Drive-> Program Files (x86)-> Internet Download Manager এ Replace করে ফেলুন।এবার ডাওনলোড করা ফোল্ডার থেকে RegMe.reg ফাইলটি রান করুন। তারপর আরামে ব্যবহার করুন সারাজিবনের জন্য।
বিঃদ্রঃ এই Version এর IDM দিয়ে Youtube থেকে খুব ভাল ভাবে ভিডিও ডাওনলোড হবে।
তাই, Mozila দিয়ে IDM এর সাহা্য্যে Youtube ভিডিও ডাওনলোড করতে Mozila Filefox-> Add-ons-> Extentions -> IDM 6.23.17 এটি Enable করে Mozila Restart করুন।
আর Google Chorme ব্যবহার কারিরা Google Chorme -> Setting-> Extentions -> IDM 6.23.17 এটি Enable করে Chorme Restart করুন।
আর আরামে চালাতে থাকুন।
বুঝতে সমস্যা হলে এখানে দেখুন
সবাইকে ধন্যবাদ।ভাল থাকবেন।আমার জন্য দোয়া করবেন।খোদা হাফেজ।
Share:

উইন্ডোজ ১০ এর Official Home & Pro ISO (x64) ডাউনলোড করে নিন (Google Drive Direct Download Link…)

WINDOWS 10 নিয়ে অনেকেই টিউন করেছেন। কিন্তু আমি উইন্ডোজ ১০ এর অফিসিয়ালHome & Pro ISO (x64) (Language: English International) Google Drive এ আপলোড করেছি শুধু মাত্র আপনাদের সুবিধার কথা চিন্তা করে। আমার মনে হয় টিটি তে যেসব ব্রডব্যান্ড ব্যবহারকারী আছেন তাদের বেশি কাজে আসবে। তাই দেরি না করে এখনি চটপট ডাউনলোড করে নিন, ইনস্টল করুন আর উপভোগ করুনWINDOWS 10 Official Home & Pro (x64) Full....











Windows 10 Home & Pro ISO (x64)   Download Link (Google Drive)

সাথে আরো থাকছে Windows 7 USB/DVD tool যাদের লাগবে নিয়ে নিন।
Windows 7 USB/DVD tool                   Download Link (Google Drive)

আমার এই টিউন দ্বারা যদি কারো বিন্দু মাত্র উপকার হয় তাহলেই কেবল আমার টিউন টি স্বার্থক হবে।
টিটি তে এটা আমার প্রথম টিউন, তাই আশা করি টিউনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
টিটি তে কিভাবে আরো সুন্দর করে টিউন করা যায় এই বিষয়ে আপনাদের পরামর্শ কামনা করছি।
আমার জন্যে সবাই দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।
Share:

Active your Windows 10 Now (1 Click and you are done) HOT

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সদ্য রিলিজ হওয়া মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি শীর্ষক আমার আজকের টিউন। 
আশা করি সবাই ভালো আছেন।আর ভালো থাকবেন এই কামনাই করি।গত একটা Tune এ দেখিয়েছিলাম কীভাবে কোনপ্রকার Software ব্যবহার করা বাদেই Phone এর গুরুত্ব পূর্ণ File,Photo,Video,Audio Hide করবেন।চাইলে দেখে নিতে পারেন এখানে। আজ আপনাদের দেখাবো কীভাবে Windows 10 Activate করবেন
আর কথা বারাইলাম না। কাজের কথায় চলে যাই।
Windows 10 সম্পর্কে অনেকেই জানেন এবং ব্যবহারও করেছেন। তাই উইন্ডোজ ১০ সম্পর্কে বাড়তি কিছু বলার নাই।
Windows 10 কে বলা হচ্ছে "The Most Powerful Platform In History"
কাজের কথায় চলে যাই

Download Here

Winrar If Need:
এক্টিভেটর ইন্সটল করার আগে অবশ্যই Antivirus OFF করে নিন
ফাইলের ভেতরে দেয়া Read Me ফাইল টি অনুসরন করুন
লিঙ্ক এ সমস্যা থাকলে বা দেখা দিলে আমাকে জানাবেন লিঙ্ক আপডেট করার চেষ্টা করবো।
টিউমেন্ট করতে ভুলবেন না
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি
Share:

কি করে বন্ধ করবেন উইণ্ডোস ১০ অটো আপডেট মাত্র ছয় ধাপে

উইণ্ডোস ১০ যারা ব্যবহার করেছেন বা করবেন তারা হয়ত জানেন যে windows 10 এ অটোমেটিক আপডেট Disable করা যায় না।
তাই আপনি জানতেও পারবেন না যে আপনার লিমিটেড নেট কখন শেষ হয়ে যাবে, এই WINDOWS আপডেটর জন্য
তাই  DISABLE করে দেখালাম কি করে Disable করবেন অটো আপডেট.
Windows 10 এর সকল version ENTERPRISE, PRO, HOME,EDUCATION কার্যকারী.

কি করে বন্ধ করবেন উইণ্ডোস অটো আপডেট ইন জাস্ট ছয় স্টেপ
স্টেপ ১
টাইপ করুন সার্চ বার-এ View Local Services নিচের ছবির মতো press ENTER
স্টেপ  ২
নিচের ছবির মতো একটি পেজ খুলবে, যার একদম নিচের দিকে পাবেন  windows Update, নিচ থেকে ১১ নম্বর। সিলেক্ট করুন
PRESS Enter

স্টেপ ৩
Service Status Running ===  Press STOP
PRESS Enter

Windows Update এই ভাবে বন্ধ হবে..
স্টেপ ৪
তীর মার্কা জায়গা তে গিয়া ডিসএবল করুন  Startup Type
Automatic to Disable
Apply And OK
স্টেপ ৫
এবার চেক করব Windows আপডেট অপসন..
টাইপ করুন সার্চ বার-এ Check For Update নিচের ছবির মতো press ENTER
স্টেপ ৬

Check Update সিলেক্ট করুন  লেখা আসবে Checking For Updates....
নিচের ছবির মতো একটি পেজ খুলবে
তারপর কি হবে নিচের ছবির মতো একটি পেজ খুলবে
আর লেখা থাকবে There were some problems installing update মানে আপডেট বন্ধ,

আর একটি কথা Windows Update  আবার শুরু করতে হলে যা যা করেছেন তা চেঞ্জ করবেন আগের মতো তাহলে আপডেট আবার চালু হয়ে যাবে.
কি এবার শান্তি তো বন্ধ করে দিলাম অটো আপডেট। All VERSION ENTERPRISE, PRO, HOME,EDUCATION সবেতে কার্যকারী.
সতর্কবাণী
View Local Services এ windows update সিলেক্ট করবেন ঠিক করে না হলে উইন্ডোস আপডেটর জায়গাতে অন্য কোনো সার্ভিস বন্ধ হয়ে যাবে।

যদি কোনো প্রবলেম হয় তা হলে অবশ্যই বলবেন। নিজে করে দেখুন ভালো লাগবে।
অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন আমি যদি কোনো ভুল করি...
সবার জন্য শুভকামনা আর গঠনমূলক টিউমেন্ট, পরামর্শ অথবা সমালোচনা প্রত্যাশা করি ...


Share:

কিভাবে উইন্ডোজ ১০ এর আইকন উইন্ডোজ ৭, ৮, ৮.১ এ ব্যবহার করবেন।

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সদ্য রিলিজ হওয়া মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ আইকন এর ব্যবহার নিয়ে আমার আজকের টিউন। আশা করি সবাই ভালো আসেন।
আর কথা বারাইলাম না। কাজের কথায় চলে যাই।
উইন্ডোজ ১০ সম্পর্কে অনেকেই জানেন এবং ব্যবহারও করেছেন। তাই উইন্ডোজ ১০ সম্পর্কে বাড়তি কিছু বলার নাই। উইন্ডোজ ১০ এর
আইকন সবাই ভালোবাসেন বা ভালো লাগে। তাই আমি আজ দেখাবো কি করে উইন্ডোজ ১০ এর আইকন, উইন্ডোজ ৭, ৮, ৮.১ এ ব্যবহার
করতে হয়। লেখা জন্যে পর্যাপ্ত সময় না থাকায় আমি টিউটোরিয়াল করে দেথালাম, আশা করি আপনি সহজেই বুঝতে পারবেন।
কিভাবে উইন্ডোজ ১০ এর আইকন, উইন্ডোজ ৭, ৮, ৮.১ এ ব্যবহার করবেন।
টিউটোরিয়ালটি  ইউটিউব দেথে নিন। এই লিঙ্ক
https://www.youtube.com/watch?v=HRiDJDOYn44
টিউটোরিয়ালটির Screenshots দেখে নিন।
Screenshot 1
Screenshot 2
Screenshot 3
Share:

Popular Posts

Powered by Blogger.

Translate

Labels

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.