• This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

বাংলালিংক নতুন সিম রিপ্লেসমেন্ট পদ্ধতি

একটি নতুন সংযোগ সাবস্ক্রাইব করা
একটি নতুন বাংলালিংক সংযোগ সাবস্ক্রাইব করতে অনুগ্রহ করে নিচের ধাপগুলো অুনসরণ করুন:
১. অনুগ্রহ করে আমাদের সেল্‌স অ্যান্ড কেয়ার সেন্টার অথবা বাংলালিংক পয়েন্ট-এ ভিজিট করুন।
২. বাংলালিংক সাবস্ক্রিপশান চুক্তি ফরম (এসএএফ) পূরণ করুন। প্রয়োজনীয় নথিপত্র এবং ফি ও চার্জ জমা দিয়ে আপনার সিম কার্ডটি সংগ্রহ করুন।
৩. ভবিষ্যতে রেফারেন্স-এর জন্য বাংলালিংক ব্যাংক-ইন-স্লিপ অথবা চালান/ইনভয়েস বুঝে নিন। পোস্ট-পেইড কানেকশন চালু হতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে আর প্রি-পেইড কানেকশন পূর্ব থেকেই চালু থাকে।
নতুন সংযোগ ক্রয়ের সময় যেসব দলিল-পত্র প্রয়োজন:
নতুন বাংলালিংক সংযোগ ক্রয়ের জন্য আপনাকে নিম্নলিখিত দলিল-পত্র জমা দিতে অনুরোধ করা যাচ্ছে:
  • নতুন সাবস্ক্রিপশন ফরম বা চুক্তিপত্রটি সঠিকভাবে পূরণ করুন।
  • এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • জাতীয় পরিচয়পত্র (উভয় পাশের ফটোকপি) / বৈধ ফটো আইডি।
  • একজন সুপারিশকৃত ব্যক্তির তথ্য (নাম, ফোন নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার/বৈধ ফটো আইডি নাম্বার)/li>
** প্রয়োজনীয় দলিল-পত্র কিংবা ফটো আইডি বিটিআরসি/সরকারী নিয়মানুসারে যে কোন মুহূর্তে কোন অগ্রিম নোটিশ প্রদান ব্যতিরেকেই পরিবর্তিত হতে পারে।
সাবস্ক্রাইব করার পর আপনি যেসব নথিপত্র বুঝে পাবেন:
  • নির্ধারিত প্যাকেজের মূল্যসহ চালান কিংবা রসিদ
  • সাবস্ক্রিপশন চুক্তি ফরম (গ্রাহক কপি)
  • অন্য কিছু যদি থাকে
ভবিষ্যতে কাজে লাগানোর জন্য প্রাপ্ত নথিপত্রগুলো সংরক্ষণ কররুন।
** অনুগ্রহ করে মনে রাখবেন, গ্রাহকের বয়স অবশ্যই আঠারো এর বেশি হতে হবে।

সিম রিপ্লেসমেন্ট
সিম রিপ্লেসমেন্ট পদ্ধতি:
গ্রাহক-এর সিম রিপ্লেসমেন্ট সম্ভব যদি সিমটি হারিয়ে যায়/চুরি হয়ে থাকে/বিকল হয়ে যায়/নষ্ট হয়ে থাকে। সিম রিপ্লেসমেন্ট-এর ক্ষেত্রে গ্রাহককে মূল সাবস্ক্রিপশন ফর্মটি আনতে হবে। ফর্মটি আনতে না পারলে অথবা যাচাই না হলে টাচ পয়েন্ট-এর গ্রাহক সেবা প্রতিনিধি কিছু প্রশ্ন অথবা নির্দিষ্ট নিয়ম-এর মাধ্যমে সাবস্ক্রিপশন ব্যবহারের সত্যতা যাচাই করবেন।
সিম রিপ্লেসমেন্ট-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
  • জাতীয় পরিচয়পত্র/অন্যান্য বৈধ ফটো আইডি। জাতীয় পরিচয়পত্র ছাড়া ফটো আইডির ক্ষেত্রে, গ্রাহক সেবা প্রতিনিধি সত্যতা যাচাই করবেন।
ফি / চার্জ:
সংযোগের ধরণপ্রিয়জন ক্যাটাগরিসিম রিপ্লেসমেন্ট ফি
প্রিপেইড/পোস্টপেইড/ কল এন্ড কন্ট্রোলপ্লাটিনামটাকা ০
প্রিপেইড/পোস্টপেইড/ কল এন্ড কন্ট্রোলগোল্ড/সিলভারটাকা ৫০
প্রিপেইড/পোস্টপেইড/ কল এন্ড কন্ট্রোলরেজিস্টার নয়টাকা ৫০

মালিকানা হস্থান্তর (শুধুমাত্র পোস্ট-পেইডের ক্ষেত্রে প্রযোজ্য)
একটি সাবস্ক্রিপশনের মালিকানা হস্থান্তরের জন্য অনুগ্রহ করে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. প্রয়োজনীয় নথিপত্রসহ বর্তমান মালিক এবং যার কাছে হস্থান্তরের করবেন উভয়কে নির্ধারিত সময়ে আমাদের কাস্টমার সার্ভিস সেন্টার-এ আসতে হবে।
২. অনুমোদিত ব্যাংক কিংবা বাংলালিংক পেমেন্ট স্লিপে সঠিক সেবার নাম্বার ও অ্যাকাউন্ট নাম্বার প্রদান করে প্রযোজ্য ফি প্রদান করতে হবে।
হস্থান্তরকারীর জন্য প্রয়োজনী দলিল-পত্র (১ম পক্ষ):
  • হস্থান্তর ফরম সঠিকভাবে পূরণ করুন।
  • সিম, যদি প্রদান করা সম্ভব না হলে সেক্ষেত্রে জিডি ফরম/ এসএএফ ফরম মূল কপি (সিম সাথে থাকলে সেক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে) কোম্পানি বা কোন প্রতিষ্ঠানের হলে ঐ কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের প্যাডে আবেদনপত্র।
  • প্রথম পক্ষের উপস্থিত থাকতে অপারগ হলে তার পক্ষে কাউকে উপস্থিত থাকতে হবে।
২য় পক্ষের জন্য প্রয়োজনী দলিল-পত্র:
  • সঠিকভাবে বদলি ফরম পূরণ করা (শুধুমাত্র তার অংশটুকু)।
  • নতুন সাবস্ক্রিপশন ফরম সঠিকভাবে পূরণ করা।
  • জাতীয় পরিচয়পত্র (উভয় পাশের ফটোকপি) / বৈধ ফটো আইডি
  • কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্যাডে আবেদন।
  • কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষের এসএমই আইডেন্টিফিকেশন কিংবা ট্রেড লাইসেন্স-এর কপি।
  • বিল পাঠানোর সঠিক ঠিকানা (কোন একটি ইউটিলিটি বিলের কপি)
ফি/চার্জ: ১০০ টাকা।
** প্রয়োজনীয় দলিল-পত্র কিংবা ফটো আইডি বিটিআরসি/সরকারী নিয়মানুসারে যেকোন মুহূর্তে কোন অগ্রিম নোটিশ প্রদান ব্যতিরেকেই পরিবর্তিত হতে পারে।

ঠিকানা পরিবর্তন (শুধুমাত্র পোস্ট-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য)
বাংলালিংক গ্রাহকরা তাদের বিল পাঠানোর ঠিকানা পরিবর্তন করতে পারেন। বিল পাঠানোর ঠিকানা পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. নির্ধারিত ফরম পূরণ করুন অথবা সাদা কাগজে কিংবা কোম্পানির লেটারহেড প্যাডে নাম, স্বাক্ষর, মোবাইল নাম্বার, বর্তমান ঠিকানা, নতুন ঠিকানা ইত্যাদিসহ লিখুন।
২. ফরম কিংবা লেটারটি আমাদেরকে ফ্যাক্স কিংবা পোস্টাল ডেলিভারি কিংবা সরাসরি আপনার নিকটস্থ বাংলালিংক সেলস্‌ অ্যান্ড কেয়ার সেন্টার-এ পৌঁছে দিন।
৩. ঠিকানা পরিবর্তন শুধুমাত্র স্বাক্ষর মেলানোর ব্যাপার। সাবস্ক্রিপশন ফরমে দেওয়া স্বাক্ষরের সাথে নতুন স্বাক্ষর একই হতে হবে। ফরম কিংবা লেটারে প্রদানকৃত স্বাক্ষর কিংবা অন্যান্য তথ্য না মিললে বাতিল বলে গণ্য হবে।

আইটেমাইজ্ড বিল
এই সেবার মাধ্যমে একজন পোস্ট-পেইড গ্রাহক হিসেবে আপনি আপনার নির্দিষ্টভাবে অনুরোধ করা সকল ডায়ালকৃত নাম্বার, তারিখ ও সময়, কলের সময় এবং চার্জ ইত্যাদি লিস্ট আকারে পাবেন। যে মাসের বিল এভাবে পেতে চান তার একমাস আগে আপনার প্রয়োজনীতা উল্লেখ করুন। আইটেমাইজ্‌ড বিল ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বাদ দিয়েই হিসেব করা হবে।
কীভাবে আইটেমাইজ্ড বিল সংগ্রহ করবেন:
১. অনুগ্রহ করে আমাদের অনুমোদিত ব্যাংক কিংবা কাস্টমার কেয়ার সেন্টার-এ বাংলালিংক পেমেন্ট স্লিপে প্রয়োজনীয় ফি প্রদান করে নির্ধারিত আইটেমে টিক চিহ্ন প্রদান করুন।
২. অনুগ্রহ করে আমাদের সেলস্‌ অ্যান্ড কেয়ার সেন্টার কিংবা পয়েন্ট ভিজিট করুন।
৩. নির্ধারিত ফরম পূরণ কিংবা সাদা কাগজে কিংবা সঠিক স্বাক্ষরসহ কোম্পানির লেটারহেড প্যাড-এ আমাদের লিখুন।
  • গ্রাহকের নাম ও মোবাইল নাম্বার।
  • এটি কি শুধুমাত্র সর্বশেষ বিলিং মাসের জন্য প্রযোজ্য না পরবর্তীকালে নিয়মিত প্রয়োজন সেটি উল্লেখ করুন।
ফি/চার্জ: একটি নির্ধারিত মাস কিংবা নিয়মিত আইটেমাইজ্ড বিলের ক্ষেত্রে টাকা ১০০ চার্জ প্রযোজ্য।
নিয়মিত আইটেমাইজ্ড বিল বাতিল করলে সেটি বর্তমান বিলিং মাস শেষ করে আবেদন গ্রহণের পরবর্তী মাস থেকে কার্যকর হবে।

ক্রেডিট কার্ড-এর মাধ্যমে বিল পরিশোধ
গ্রাহক তার সুবিধার জন্য আমাদের কাস্টমার কেয়ার সেন্টারে ক্রেডিট কার্ড (মাস্টার ও ভিসা)-এর মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন (বর্তমানে এই সেবা শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রামে পাওয়া যাবে)।

প্যাকেজ মাইগ্রেশন
প্যাকেজ মাইগ্রেশন-এর জন্য ভিজিট করুন বাংলালিংক পয়েন্ট অথবা মাইগ্রেশন-এর তথ্যের জন্য ১১১-এ কল করুন।
মাইগ্রেশন-এর জন্য প্রয়োজনীয় দলিল-পত্র:
১. মূল কাস্টমার চুক্তি ফরম (গ্রাহক কপি) অথবা চালান/ইনভয়েস/রসিদ
২. এক কপি পাসপোর্ট সাইজ ছবি
৩. জাতীয় পরিচয়পত্র (উভয় পাশের ফটোকপি) / বৈধ ফটো আইডি
ফি/চার্জ: অনুগ্রহ করে মাইগ্রেশান ফি/চার্জ জানার জন্য আমাদের হটলাইন ১১১-এ কল করুন।

** প্রয়োজনীয় দলিল-পত্র কিংবা ফটো আইডি বিটিআরসি/সরকারী নিয়মানুসারে যে কোন মুহূর্তে কোন অগ্রিম নোটিশ প্রদান ব্যতিরেকেই পরিবর্তিত হতে পারে।
Share:

বাংলঅলিংক ব্যাক-আপ সিম

বাংলালিংক গ্রাহকরা এখন তাদের বর্তমান মোবাইল নাম্বারের বিপরীতে ব্যাক-আপ রিপ্লেসমেন্ট সিম তুলতে পারবেন!
  • গ্রাহকগণ বাংলালিংক কাস্টমার কেয়ার, বাংলালিংক পয়েন্ট এবং বাংলালিংক সার্ভিস পয়েন্ট থেকে তাদের বর্তমান মোবাইল নাম্বারের বিপরীতে ব্যাক-আপ রিপ্লেসমেন্ট সিম তুলতে পারবেন
  • ব্যাক-আপ সিম সংগ্রহ করার পর গ্রাহককে বর্তমান নাম্বার থেকে *১৭৭# (ফ্রি) ডায়াল করে গোপন PIN নাম্বার জেনারেট করতে হবে
  • ব্যাক-আপ সিম চালু করতে যে কোন বাংলালিংক নাম্বার থেকে *১৭৭# (ফ্রি) ডায়াল করে মোবাইল নাম্বার, PIN নাম্বার এবং সবশেষে ব্যাক-আপ সিমের গায়ে লেখা সিম সিরিয়াল নাম্বারের শেষ ৩টি ডিজিট টাইপ করতে হবে
  • ব্যাক-আপ সিম চালু হওয়ার পর সয়ংক্রিয়ভাবে পুরনো সিমটি বন্ধ হয়ে যাবে এবং গ্রাহক তার ব্যাক-আপ সিম কোন প্রকার বিলম্ব অথবা ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন
  • ব্যাক-আপ সিম শুধু ইস্যুকৃত নাম্বারের বিপরীতে চালু করা যাবে
  • ব্যাক-আপ সিম তুলতে বর্তমান সিম রিপ্লেসমেন্ট নিশ্চিতকরণ প্রক্রিয়া এবং ফি প্রযোজ্য হবে

ব্যাক-আপ সিম সক্রিয় করার পদ্ধতি

backuo-sim
Share:

ডাউনলোড করে নিন uTorrent PRO 3.4.5_Build 41372 ভার্সন এবং সাথে একটিভেটর ফাইল

আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম টারেন্ট ফাইল ডাউনলোড করার একটি অন্যতম সফটওয়্যার uTorrent Pro এর আপডেট ভার্সন uTorrent Pro 3.4.5 এবং সাথে একটিভেটর ফাইল। এই সফটওয়্যারটির পূর্বের ভার্সন এখন আর কাজ করছে না, তাই নতুন এই আপডেট ভার্সনটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নতুন এই ভার্সনে অনেকগুলো সুবিধা রয়েছে, নিচে এর ফিচার গুলো দেওয়া হলো।
আর কথা না বাড়িয়ে ডাউনলোড লিংক এর দিকে চলে যাই।

ডাউনলোড লিংক:


0) এখান থেকে ‍ uTorrent Pro 3.4.5 + activator ডাউনলোড করুন [৩.৭ মেগাবাইট]

ইনেষ্টেলেশন গাইড:

ডাউনলোড করার পর এটিকে রার ফাইল আকরে দেখতে পাবেন। তো শুরুতে এটিকে extract করে নিন। extract করার পর সফটওয়্যারটির Setup ফাইলটিকে প্রথমে ইনষ্টল করে নিন। ইনষ্টল করার পর “crack” ফোল্ডারটি ওপেন করুন, ফোল্ডারটি ওপেন করার পর এর ভিতর দুইটি একটিভেটর ফাইল এবং একটি ফোল্ডার (Paste Here) দেখতে পাবেন। তো এখান থেকে একটিভেটর দুটিকে কপি করে নিন এবং “Paste Here” ফেল্ডারে Paste করুন।
যদি সফটওয়্যারটি একটিভ করতে না পারেন, তাহলে এখানে থেকে ইনস্টলেশন এবং একটিভেশন টিউটোরিয়ালটি দেখে নিন।
Share:

সিমের পর হ্যান্ডসেটও নিবন্ধন করতে হবে

আগামী বছরের মে মাস থেকে হ্যান্ডসেটের আইএমইআই নম্বর (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডইন্টিটি) নিবন্ধন কার্যক্রম শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ শনিবার সকালে হোটেল ওয়েস্টিনে ‘মোবাইল ডিভাইসেস অ্যান্ড ইটস রোল ইন ন্যাশনাল সিকিউরিটি’ বিষয়ে এক বৈঠকে এসব তথ্য জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
মোবাইল সিমের নম্বর নিবন্ধনের শেষে প্রতিটি মোবাইল সেটের স্বতন্ত্র নম্বরও নিবন্ধনের ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। আগামী বছরের এপ্রিলের পরপরই মোবাইল সেটের আইএমইআই নম্বর (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডইন্টিটি) রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।Tarana_Halim_TRNB_0
তিনি বলেন, মানুষের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি নিশ্চিত করতে সিম রেজিস্ট্রেশন ও সেটের আইএমইআই নম্বর রেজিস্ট্রশন জরুরি। সিম রেজিস্ট্রেশনের কাজটি একটি ভালো অবস্থায় আনা গেছে। এপ্রিলে সিম রেজিস্ট্রেশনের কাজ শেষ হবে। এরপর সেটের আইএমইআই নম্বর রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে। তা না হলে নিরাপত্তার দিকটি অসম্পূর্ণ থেকে যাবে।
বাংলাদেশে ফেসবুক বন্ধ প্রসঙ্গে বলেন, জননিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফেসবুকসহ যে সব ইন্টারনেট অ্যাপস বন্ধ রয়েছে তা বন্ধ থাকবে। জনগণের নিরাপত্তার স্বার্থেই এসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে। তারপরেও অনেকেই বিকল্প মাধ্যমে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছেন তাদেরকে আমরা তদারকির আওতায় আনতে পারছি। এছাড়া তারা ইন্টারনেটের স্পিড খুব বেশি পাচ্ছে না। ফলে বিকল্প উপায়ে ফেসবুকের ব্যবহার খুব বেশি নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করবে না বলে টিউমেন্ট করেন তিনি।
তারানা বলেন, দেশের স্বাধীনতার যুদ্ধে ছাত্র সমাজ সহ দেশের জনগণ যেরকম ত্যাগ স্বীকার করেছেন সেভাবেই বর্তমান সঙ্কটময় পরিস্থিতিতে ইন্টারনেটের সীমিত ব্যবহারের বিষয়টি মেনে নিয়ে  একই রকম কন্ট্রিবিউশন রাখবেন।
বৈঠকে অংশ নেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, কাস্টমস ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের ডিরেক্টর জেনারেল ড. মঈনুল খান, র‌্যাবের কমিউনিকেশন উইং পরিচালক কমান্ডার শাহেদ করিম, লার্ন এশিয়ার সিনিয়র পলিসি ফেলো আবু সাইদ খান, ইনভিকোর সিইও ফাওয়াদ গোরায়ের, বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক লে. কর্নেল মোল্লা মো. জুবায়ের, র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর থেকে চালু হওয়া পরীক্ষামূলক বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনের কাজ শুরু করেছে মোবাইল অপারেটররা। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে আনুষ্ঠানিক সিম নিবন্ধনের কার্যক্রম। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এরপর শুরু হবে হ্যান্ডসেট নিবন্ধনের কার্যক্রম।
Share:

Romeo Vs Juliet (2015) Original DvDRip Bangla Full Movie Ft. Ankush & Mahi 360p HD

Romeo Vs Juliet (2015) Original DvDRip Bangla Full Movie Ft. Ankush & Mahi 360p HD



Movie Info

Movie: Romeo Vs Juliet (2015)
Staring: Ankush, Mahiya Mahi
Music Director: Savvy & Akassh
Lyrics: Prioyi Chattopadhyay, Prosen, Savvy, Ridhhi
Choreographer: Adil Shaikh
Screenplay and Dialogue: Pele
Co Director: M. A Aziz
Director: Ashok Pati
Production: Eskay Movies

Media Info

File: files/Romeo Vs Juliet (2015) DvDRip Ft. Ankush & Mahi 360p-(DidarBD24.Com).mp4
Size: 539342694 bytes (514.36 MiB), duration: 02:28:44, avg.bitrate: 483 kb/s
Audio: aac, 44100 Hz, stereo (und)
Video: h264, yuv420p, 480x272, 24.00 fps(r) (und)

Download Link 360p HD 514 MB MP4
Indishare Download Link
Upfile Download Link
BDUpload Download Link
Uppit Download Link
Megafirez Download Link

Download Link 180p MQ 231 MB 3GP
Direct Download Link

Download Link 144p LQ 88 MB 3GP
Direct Download Link
Share:

Chuye Dile Mon (2015) Original DvDRip Bangla Full Movie Ft. Arifin Shuvo & Momo 360p HD

Chuye Dile Mon (2015) Original DvDRip Bangla Full Movie Ft. Arifin Shuvo & Momo 360p HD


Image result for chuye dile mon

Movie Info

Movie: Chuye Dile Mon (2015)
Genres: Romance
Language: Bangla
Quality: DvDRip
Size: 550MB
Director: Director: Shihab Shaheen
Stars: Arifin Shuvo, Momo, Misha Soudagor, Iresh Zaker, Ali Raz

Media Info

File: files/Chuye Dile Mon (2015) DvDRip Ft. Arifin Shuvo & Momo 360p-(DidarBD24.Com).mp4
Size: 631704125 bytes (602.44 MiB), duration: 02:35:37, avg.bitrate: 529 kb/s
Audio: aac, 44100 Hz, stereo (und)
Video: h264, yuv420p, 640x360, 24.00 fps(r) (und)

Download Link 720p HD 1.9 GB MP4
Megafirez Download Link

Download Link 360p HD 602 MB MP4
Indishare Download Link
Upfile Download Link
BDUpload Download Link
Uppit Download Link
Megafirez Download Link

Download Link 180p MQ 247 MB 3GP
Direct Download Link

Download Link 144p LQ 88 MB 3GP
Direct Download Link
Share:

জাবির ছেলে ও মেয়ে ক্যাটাগরির আসন সংখ্যা প্রকাশ

জাবির ছেলে ও মেয়ে ক্যাটাগরির আসন সংখ্যা প্রকাশ
জাবি, ২২ অক্টোবর, এবিনিউজ :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট ও বিভাগ ভিত্তিক আসন সংখ্যা ছেলে ও মেয়ে ক্যাটাগরিতে জাবির ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। এতে ৪০% আসন মেয়েদের জন্য পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী বরাদ্দ রাখা হয়েছে। মোট আসন ২ হাজার টির ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
কোন বিভাগে কত আসন (ছেলে ও মেয়ে ক্যাটাগরিতে)
# ছাত্র+ছাত্রী=মোট আসন সংখ্যা।
‪#‎কলা‬ ও মানবিকী অনুষদ
সি ইউনিট:
* আন্তর্জাতিক সম্পর্ক:৩১+২৪=৫৫
* ইংরেজি:৩৬+২৯=৬৫
* ইতিহাস:৩৬+২৯=৬৫
* দর্শন:৪০+৩০=৭০
* নাটক ও নাট্যতত্ত্ব:১৭+১৩=৩০
* প্রতœতত্ত্ব:২০+১৫=৩৫
* বাংলা:৩৫+৩০=৬৫
* জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ : ১৫+১০=২৫
* চারুকলা:১৭+১৩=৩০
মোট আসন:২৪৭+১৯৩=৪৪০টি ।
‪#‎ সমাজবিজ্ঞান‬ অনুষদ
বি ইউনিট:
* অর্থনিতি: ৪০+৩৫=৭৫
* নগর ও অঞ্চল পরিকল্পনা:২০+১৫=৩৫
* নৃবিজ্ঞান:৩২+২৮=৬০
* ভূগোলো ও পরিবেশ:৩৫+২৫=৬০
* সরকার ও রাজনীতি:৩৬+২৯=৬৫
* লোক প্রশাসন:৩০+২০=৫০
মোট আসন:২০০+১৪৫=৩৪৫টি।
‪#‎গাণিতিক‬ ও পদার্থ বিষয়ক অনুষদ
এ ইউনিট:
* গণিত:৪৩+২৭=৭০
* কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং:৪০+৩০=৭০
* পদার্থবিজ্ঞান:৪৮+২২=৭০
* পরিবেশ বিজ্ঞান:৩০+২০=৫০
* পরিসংখ্যান:৩৫+৩০=৬৫
* ভূতাত্ত্বিক বিজ্ঞান:৩২+২৩=৫৫
* রসায়ন:৫২+৩৩=৮৫
মোট আসন:২৫২+১৬৮=৪২০টি
‪#‎জীববিজ্ঞান‬ অনুষদ
ডি ইউনিট: 
* উদ্ভিদবিজ্ঞান:৩৪+২৬=৬০
* প্রাণিবিদ্যা:৩৪+২৬=৬০
* প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান:৪০+২৫=৬৫
* ফার্মেসী:৩১+২৪=৫৫
* মাইক্রোবায়োলজি:২১+১৪=৩৫
* বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং:২১+১৪=৩৫
* পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স:২৪+১৬=৪০
মোট আসন:২০৫+১৪৫=৩৫০টি
‪#‎বিজনেস‬ স্টাডিজ অনুষদ
ই ইউনিট:
* মার্কেটিং:৩৪+২৬=৬০
* ফিন্যান্স এন্ড ব্যাংকিং:৩৪+২৪=৬০
* ম্যানেজমেন্ট স্টাডিজ:৩৪+২৬=৬০
* একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম:৩৪+২৬=৬০
মোটা আসন:১৩৬+১০৪=২৪০টি
‪#‎আইন‬ অনুষদ
এফ ইউনিট:
* আইন ও বিচার :৩৪+২৬=৬০টি
‪#‎আইবিএ‬ -জেইউ
জি ইউনিট:
* বিবিএ প্রোগ্রাম:২৯+২১=৫০টি
‪#‎আইআইটি‬
এইচ ইউনিট:
* ইনফরমেশন টেকনোলাজি:২৭+২৩=৫০টি । 
Share:

Popular Posts

Powered by Blogger.

Translate

Labels

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.