জাবির ছেলে ও মেয়ে ক্যাটাগরির আসন সংখ্যা প্রকাশ

জাবির ছেলে ও মেয়ে ক্যাটাগরির আসন সংখ্যা প্রকাশ
জাবি, ২২ অক্টোবর, এবিনিউজ :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট ও বিভাগ ভিত্তিক আসন সংখ্যা ছেলে ও মেয়ে ক্যাটাগরিতে জাবির ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। এতে ৪০% আসন মেয়েদের জন্য পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী বরাদ্দ রাখা হয়েছে। মোট আসন ২ হাজার টির ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
কোন বিভাগে কত আসন (ছেলে ও মেয়ে ক্যাটাগরিতে)
# ছাত্র+ছাত্রী=মোট আসন সংখ্যা।
‪#‎কলা‬ ও মানবিকী অনুষদ
সি ইউনিট:
* আন্তর্জাতিক সম্পর্ক:৩১+২৪=৫৫
* ইংরেজি:৩৬+২৯=৬৫
* ইতিহাস:৩৬+২৯=৬৫
* দর্শন:৪০+৩০=৭০
* নাটক ও নাট্যতত্ত্ব:১৭+১৩=৩০
* প্রতœতত্ত্ব:২০+১৫=৩৫
* বাংলা:৩৫+৩০=৬৫
* জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ : ১৫+১০=২৫
* চারুকলা:১৭+১৩=৩০
মোট আসন:২৪৭+১৯৩=৪৪০টি ।
‪#‎ সমাজবিজ্ঞান‬ অনুষদ
বি ইউনিট:
* অর্থনিতি: ৪০+৩৫=৭৫
* নগর ও অঞ্চল পরিকল্পনা:২০+১৫=৩৫
* নৃবিজ্ঞান:৩২+২৮=৬০
* ভূগোলো ও পরিবেশ:৩৫+২৫=৬০
* সরকার ও রাজনীতি:৩৬+২৯=৬৫
* লোক প্রশাসন:৩০+২০=৫০
মোট আসন:২০০+১৪৫=৩৪৫টি।
‪#‎গাণিতিক‬ ও পদার্থ বিষয়ক অনুষদ
এ ইউনিট:
* গণিত:৪৩+২৭=৭০
* কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং:৪০+৩০=৭০
* পদার্থবিজ্ঞান:৪৮+২২=৭০
* পরিবেশ বিজ্ঞান:৩০+২০=৫০
* পরিসংখ্যান:৩৫+৩০=৬৫
* ভূতাত্ত্বিক বিজ্ঞান:৩২+২৩=৫৫
* রসায়ন:৫২+৩৩=৮৫
মোট আসন:২৫২+১৬৮=৪২০টি
‪#‎জীববিজ্ঞান‬ অনুষদ
ডি ইউনিট: 
* উদ্ভিদবিজ্ঞান:৩৪+২৬=৬০
* প্রাণিবিদ্যা:৩৪+২৬=৬০
* প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান:৪০+২৫=৬৫
* ফার্মেসী:৩১+২৪=৫৫
* মাইক্রোবায়োলজি:২১+১৪=৩৫
* বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং:২১+১৪=৩৫
* পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স:২৪+১৬=৪০
মোট আসন:২০৫+১৪৫=৩৫০টি
‪#‎বিজনেস‬ স্টাডিজ অনুষদ
ই ইউনিট:
* মার্কেটিং:৩৪+২৬=৬০
* ফিন্যান্স এন্ড ব্যাংকিং:৩৪+২৪=৬০
* ম্যানেজমেন্ট স্টাডিজ:৩৪+২৬=৬০
* একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম:৩৪+২৬=৬০
মোটা আসন:১৩৬+১০৪=২৪০টি
‪#‎আইন‬ অনুষদ
এফ ইউনিট:
* আইন ও বিচার :৩৪+২৬=৬০টি
‪#‎আইবিএ‬ -জেইউ
জি ইউনিট:
* বিবিএ প্রোগ্রাম:২৯+২১=৫০টি
‪#‎আইআইটি‬
এইচ ইউনিট:
* ইনফরমেশন টেকনোলাজি:২৭+২৩=৫০টি । 
Share:

No comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Translate

Labels

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.