কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে Fillable Form তৈরী করা যায়

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি নতুন টিউনার তাই ঠিক মতো ‍সাজিয়ে লিখতে পরবো কি না জানি না। তাই প্রথমেই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন
আর মডারেটর ভাইদের বলছি যদি কোন নীতমালা ভঙ্গ করি তাহলে প্রথমেই যেন আইডি বন্ধ করে না দেন এটা আমার অনুরোধ।
অনেকদিন ধরে কোন কিছু নিয়ে টিউন করা হয় না তাই ভাবলাম কিছু একটা লিখি। যা হউক কাজের কথায় আসা যাক আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে Fillable Form তৈরী করা যায়। প্রথমেই এখান থেকে ডেমো দেখে নিন।
প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড open করুন। তারপর File থেকে Option এ ক্লিক করুন, বুঝতে সমস্যা হলে নিচের চিত্র দেখুন।

তাহলে এই রকম আসবে।

এখান থেকে বাম পাশে Customize Ribbon এ ক্লিক করুন এবং ডান পাশে Main tabs থেকে “Developer”  এ টিক দিন এবং “OK”  করে বেরিয়ে আসুন।
এখন আপনার নিজের মতো করে একটা ফরম তৈরী করুন, অর্থাৎ যে ভাবে একটি CV তৈরী করা হয়, সে রকম একটা তৈরী করুন এবং ডান পাশে ফাকা রাখুন। অর্থাৎ নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকান ইত্যাদি দিয়ে।
এখন মেনু বার থেকে “Developer”  এ ক্লিক করুন। এখোন যেখানে প্রার্থীকে পূরন করতে দিতে চান কার্সর রাখুন এবং চিত্রে দেখানো স্থানে ক্লিক করুন পরপর।
এই ভাবে প্রত্যেকটা ঠিক করে নিন, এবং ওখানে বিভিন্ন অপশন পাবেন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন।যেমন ড্রপডাউন মেনু, টিক মার্ক ইত্যাদি।
এবার আমরা ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্ট করবো, এই জন্য মেনু বার থেকে Restrict Editing এ ক্লিক করুন।
তাহলে ডান সাইডে এই রকম সাইড বার আসবে
বক্সের ভেতর যেরকম আছে সেইভাবে সেটিং করুন এবং Yes Start Inforcing Prootection এ ক্লিক করুন।
তাহলে দুই বার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে ওকে করুন এবং সেভ করুন।
ব্যাস আপনার কাজ শেষ।
এখন আমি যেটা তৈরী করলাম সেটা দেখুন এখান থেকে ।আমার মনে হয় আমি ঠিক মত বুঝাতে পারিনি তাই কারও যদি কোন সমস্যা থাকে তাহলে টিউমেন্ট করবেন আশাকরি সাহায্য করার চেষ্টা করবো।
বি:দ্র: এই টিউনটি Office Word 2013 তে করা, 2010 ও 2007 এ একই রকম (পরিক্ষীত) অন্য কোন ভার্শনে কাজ করবে কি না জানি না।
Share:

No comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Translate

Labels

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.