আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টিউনির মাঝে যদি কোন ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিনামূল্যে আপনার মোবাইলে সাহরি ও ইফতারের এসএমএস এলার্ট এর নিয়মঃ
জিমেইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমে সেহরি, ইফতার কিংবা কোনো ইভেন্টের নোটিফিকেশন, রিমাইন্ডার বা অ্যালার্ট পাবেন। এতে কোনো খরচ গুনতে হবে না।
জিমেইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমে সেহরি, ইফতার কিংবা কোনো ইভেন্টের নোটিফিকেশন, রিমাইন্ডার বা অ্যালার্ট পাবেন। এতে কোনো খরচ গুনতে হবে না।
এ সুবিধা পেতে গুগুল ক্যালেন্ডার -এ ঠিকানায় যান। এরপর জিমেইল অ্যাকাউন্টে লগ-ইন করুন। যদি জিমেইলের অ্যাকাউন্ট না থাকে, তাহলে নিজের অ্যাকাউন্ট খুলতে পারেন এ লিংক থেকে- http://gmail.com। লগ-ইন করার পর ওয়েবসাইটের ওপরে ডান দিকে 'Setting' আইকনে ক্লিক করে ওপরে বাম পাশের Mobile set-up- ক্লিক করেন। এরপর Country সিলেক্ট করেন তারপর Phone number বক্সে আপনার মোবাইল নম্বরটি টাইপ করুন। মোবাইল নাম্বার এর আগে +88 বসিয়ে দিবেন। এরপর Send Verification Code -এ ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে একটি 'Verification Code' পাবেন। Verification Code টি পেজে টাইপ করে Finish set up-এ ক্লিক করে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে সেভ(Save) করুন। সেটিংস সেভ করে ক্যালেন্ডার ওপেন করতে হবে।
এরপর https://www.google.com/calendar/embed?src=246tu5csjdl9bao4le95pjk1b0%40group.calendar.google.com&ctz=Asia/Dhaka এই লিংকে ক্লিক করে নিচের ডান দিকে Google Calendar ক্লিক করেন তাহলে গুগুল ক্যালেন্ডারে Ramadan নামে যোগ হবে। অথবা Other Calender থেকে Add By URL এ ক্লিক করতে হবে। এরপর Add By URL ঘরে https://www.google.com/calendar/embed?src=246tu5csjdl9bao4le95pjk1b0%40group.calendar.google.com&ctz=Asia/Dhaka
লিংকটি বসিয়ে দেন। এরপর Ramadan নামে একটি ক্যালেন্ডার যোগ হবে। Ramadan ক্যালেন্ডারের Down arrow তে ক্লিক করে Reminders & Notification সিলেক্ট করুন।
এখানে আপনার সুবিধা মত এসএমএস সময় বসিয়ে দিন। রোজা ও ইফতারের সময়সূচি (ঢাকার সময় অনুযায়ী) যুক্ত একটি ক্যালেন্ডার দেখতে পাবেন। এরপর ইফতার ও সেহরির সময় আপনি মোবাইল ফোনে এসএমএস অ্যালার্ট পাবেন। ঢাকার বাইরের ব্যবহারকারীরাও স্থানীয় সময় অনুযায়ী গুগল ক্যালেন্ডারে সময় পরিবর্তন করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment