আপনাদের শেখাতে চলেছি কিভাবে আপনি ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে বাংলাদেশে বসে একটি ভেরিফাই পেপাল একাউন্ট খুলবেন এবং পেপাল হতে টাকা আপনার মোবাইল ব্যাংকিং একাউন্টে তুলবেন। তো চলুন শুরু করা যাক।
১ম ধাপঃ প্রথমে আপনাকে একটি Payoneer একাউন্ট খুলতে হবে এ জন্য নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং পর্যায় ক্রমে রেজিট্রেশন সম্মপ্ন করুন।
এই ফর্মে আপনার আসল নাম, ইমেইল এড্রেস এবং জন্ম তারিখ সঠিক ভাবে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।
এই ফর্মে আপনার দেশ, ঠিকানা, শহর, টিউন কোড এবং মোবাইল নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।
এই ফর্মে আপনার পাসওয়ার্ড নির্বাচন করুন এবং একটি সিকিরিউটি কোয়েসশিন সিলেক্ট করে তার উত্তর লিখে নেক্সট করুন।
সর্ব পরিঃ এই ফর্মে আপনার ব্যাংক ইনফরমেশন হিসেবে আপনার মোবাইল ব্যাংকিং একাউন্ট ডিটেইল ব্যবহার করুন। সর্ব পরি টার্ম এবং কন্ডিশনে ঠিক দিয়ে Application টি সাবমিট করুন। ২ এক দিনের মধ্যে আপনার একুন্ট টি Approved হয়ে গেলে ২য় ধাপে চলুন। বিষটি না বুঝে থাকলে এই ভিডিও টি দেখুনঃ
কিভাবে আপনি ডিবিবিএল মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে বাংলাদেশ হতে পেপাল একাউন্ট ভেরিফাই করবেন? পর্ব-১
কিভাবে আপনি ডিবিবিএল মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে বাংলাদেশ হতে পেপাল একাউন্ট ভেরিফাই করবেন? পর্ব-১
কেনো আপনি আমার দেওয়া লিঙ্ক দিয়ে সাইন আপ করবেন?
আমার দেওয়া এই লিঙ্কের মাধ্যমে আপনি সাইন আপ করলে আপনি NID কার্ডের নাম্বার ছাড়া শুধু মাত্র DBBL Mobile Bangking Account Number এর মাধ্যমে একাউন্ট করে নিতে পারবে + সাথে সাথে ৩ টি ইন্টারনেশনাল ব্যাংক একাউন্ট পাবেন Payoneer এর মাধ্যমে।
২য় ধাপঃ এবার পেপালে আপনার রিয়েল / আসল নাম দিয়ে বিসনেস একাউন্ট খুলুন। এবং ভেরিফাই করার জন্য আপনার EURO ব্যাংক একাউন্ট টি ব্যবহার করুন। বিষটি না বুঝে থাকলে এই ভিডিও টি দেখুনঃ
কিভাবে আপনি ডিবিবিএল মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে বাংলাদেশ হতে পেপাল একাউন্ট ভেরিফাই করবেন? পর্ব-২
কিভাবে আপনি ডিবিবিএল মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে বাংলাদেশ হতে পেপাল একাউন্ট ভেরিফাই করবেন? পর্ব-২
ধন্যবাদ সবাইকে দেখা হবে ২য় আধ্যায়ে, সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ
[Collected]
No comments:
Post a Comment