Convert WIM to ESD- Compress WIM File & Reduce Windows 7,8,8.1,10 Size

Windows Vista/7 বা পরবর্তী Windows এ Install.wim ফাইলটি খুবই গুরুত্বপূর্ণ। এ ফাইলটিতে Windows এর সমস্ত File/Folder থাকে। যাঁরা Windows Vista/7 বা পরবর্তী Version এর Windows Customize করতে চায় তাঁরা এ ফাইলটিকে Edit করেন। তাছাড়া একাধিক Install.wim File Merge করার জন্যও এটি Edit করা হয়। এসব কাজ করতে গিয়ে Install.wim File টির সাইজ বেড়ে যায় যা কখনো কখনো সমস্যার সৃষ্টি করে। তাইInstall.wim File টির সাইজ কমানো জরুরী হয়ে পড়ে। Install.wim File টিকে Install.esd তে Convert করে এ সাইজ কমানো যায় অনেক। এ টিউটোরিয়ালটিতে ঐ কাজটিই আমরা করবো।

Install.wim to Install.esd:
Install.wim File টি Source Folder এ থাকে। Source Folder এ Boot.wim নামে আরেকটি ফাইল থাকে যাWindows এর পুরো Installation Process সম্পন্ন করে। ঐ ফাইলটি কোনভাবে Edit করা যাবে না। File টিModify করতে গেলে Setup Process এ Error দেখা দিতে পারে। তাই আমরা Install.wim ফাইলটি নিয়ে কাজ করবো। Install.wim File টিকে Modify করার জন্য NTLiteWim Editing Tool ব্যবহার করা যায়। একটিInstall.wim ফাইলে এক বা একাধিক Image থাকতে পারে। এক একটা Image Windows এর এক একটিVersion হিসেবে কাজ করে। যেমন আমরা Setup এর সময় Version গুলোর একটি লিস্ট দেখতে পাই যেখান থেকে পছন্দমত Version টি Install করা যায়।

Finally Install.wim তৈরি করার পর কোন এক জায়গায় ফাইলটি কপি করে নিন এবং Install.wim ফাইলটিতে কয়টি Image আছে তা দেখে নিন। কয়টি Image আছে তা চেক করার জন্য পছন্দমত যেকোন একটি Wim Editing Tool ব্যবহার করতে পারেন। তারপর নিচের কমান্ডটি দিয়ে একটি Batch File তৈরি করুন। Batch Fileটিও একই জায়গায় রাখুন। আপনার Install.wim File এ কয়টি Image আছে তা Batch File এ এড করতে হবে।
আমার Install.wim ফাইলটিতে চারটি Image আছে এবং আমি Batch File টিতে চারটি Image Add করেছি।Batch File এর Image সংখ্যা আর Install.wim File এর Image সংখ্যা কম বেশি হলে Command টি কাজ করবে না। প্রতিটি Image এর সাইজ সাধারণত কয়েক GB হয়ে থাকে। সাইজ খুব বড় হওয়ায় প্রতিটি Image Compressহতে একটু সময় লাগতে পারে। ক্ষেত্রে বিশেষে ঘন্টা খানেক লাগতে পারে। সব কটি Image Compress হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কোনভাবে Interruption হলে শুরু থেকে করতে হবে। তবে কাজ চলাবস্থায় অন্যান্য কাজ করা যাবে। কমান্ড সমাপ্ত হলে একই জায়গায় Install.esd তৈরি হয়ে যাবে। Run as Administrator হিসেবেBatch File টি Run করে অপেক্ষা করুন শেষ না হওয়া পর্যন্ত।
How to Use Install.esd:
Source Folder থেকে Install.wim File টি Delete করে এর পরিবর্তে Install.esd File টি Copy করে দিন। কাজ শেষ। Setup এর সময় Boot.wim প্রথমে Install.wim File কে খোঁজবে। না পেলে Install.esd File কে খোঁজে নেবে। 

Share:

No comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Translate

Labels

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.